ফরিদাবাদ, ২০ অক্টোবর (হি.স.) : ফরিদাবাদে পুলিশ অবৈধভাবে আতশবাজি বিক্রির অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে। অভিযানে তাদের কাছ থেকে মোট ২১৪ কেজি আতশবাজি উদ্ধার করা হয়েছে। এক পুলিশ আধিকারিক জানান, অবৈধভাবে আতশবাজি বিক্রি করার ঘটনায় পুলিশ নিয়মিত অভিযান চালাচ্ছে।
ধৃতদের মধ্যে একজনকে পটাকা বিক্রির সময় ১৮৪ কেজি আতশবাজি সহ সয়দওয়াড়া এলাকা থেকে আটক করা হয়েছে। অপরজন টিঙ্গাভ থেকে ৩০ কেজি আতশবাজি সহ ধরা পড়েছে। প্রশাসন লাইসেন্সপ্রাপ্ত দোকানদারদের আতশবাজি বিক্রির জন্য নির্দিষ্ট স্থানের ব্যবস্থা করেছে। ফরিদাবাদে এই অনুমোদিত বিক্রয়স্থলগুলোর মধ্যে রয়েছে এনআইটি ২–এর দশেরা গ্রাউন্ড ও সুরজকুন্ড মেলা পার্কিং, এনআইটি ৩–এর সেক্টর ৫২ গ্রাউন্ড, ওল্ড ফরিদাবাদে সেক্টর ৩১ ও ১২–এর গ্রাউন্ড এবং বল্লভগড় ও আইএমটি সেক্টর ৮৬–এ দোকান স্থাপন করা হয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য