সোমবার আংশিক মেঘলা আকাশ, শুষ্ক আবহাওয়া দুই বঙ্গেই
কলকাতা, ২০ অক্টোবর (হি.স.): সোমবার আংশিক মেঘলা আকাশ হলেও মঙ্গলবার থেকে রোদ ঝলমলে পরিষ্কার আকাশ। বৃষ্টির সম্ভাবনা নেই। সোমবার ভোরের দিকে কোথাও কোথাও সামান্য কুয়াশা দেখা যেতে পারে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দিনভর রৌদ্রোজ্জ্বল ও শুষ্ক আবহাওয়ার সম্
Weather


কলকাতা, ২০ অক্টোবর (হি.স.): সোমবার আংশিক মেঘলা আকাশ হলেও মঙ্গলবার থেকে রোদ ঝলমলে পরিষ্কার আকাশ। বৃষ্টির সম্ভাবনা নেই। সোমবার ভোরের দিকে কোথাও কোথাও সামান্য কুয়াশা দেখা যেতে পারে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দিনভর রৌদ্রোজ্জ্বল ও শুষ্ক আবহাওয়ার সম্ভাবনা রয়েছে।মঙ্গলবার থেকে আবহাওয়ার উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। এমনটাই হাওয়া অফিস সূত্রে জানা গেছে।

আবহাওয়া দফতর জানিয়েছে, কালীপুজো থেকে ভাইফোঁটা পর্যন্ত উৎসবের এই মরশুমে নতুন কোনও প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা নেই। মেঘ কেটে গিয়ে রোদ ঝলমলে পরিষ্কার আকাশ দেখা যেতে পারে এবং ফিরবে ভোরের হেমন্তের আমেজও।

উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা কমবে। সোমবার থেকে মেঘ কেটে গিয়ে রোদ ঝলমলে পরিষ্কার আকাশ দেখা যেতে পারে। ভোরের দিকে কোনও কোনও জায়গায় সামান্য কুয়াশা দেখা যাওয়ার সম্ভাবনা আছে।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande