মালদা, ২০ অক্টোবর (হি.স.): মালদা জেলার পুলিশ সোমবার দুপুর ২টার দিকে ১.৪ কোটি টাকার ব্রাউন সুগার সহ এক মহিলাকে গ্রেফতার করেছে। তার নাম কাঞ্চন দেবী (৩৫), যিনি বিহারের নাথনগরের বাসিন্দা।
তিনি ১ কেজি ৩৪৩ গ্রাম ব্রাউন সুগার সহ টোটোতে করে কালিচক থেকে ফারাক্কা যাচ্ছিলেন বলে অভিযোগ। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ তাকে আটক করে তল্লাশি চালায় এবং ব্রাউন সুগার সহ ১৮,২৫০ টাকা বাজেয়াপ্ত করা হয়। এই মাদকদ্রব্যের স্থানীয় বাজার মূল্য আনুমানিক ১.৪ কোটি টাকা। এই মামলায় বিশেষ ব্যবস্থা গ্রহণ করে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে একটি বিশেষ মামলা দায়ের করেছে।
মালদা জেলার পুলিশ সুপার প্রদীপ যাদব বলেন, আমরা এই ধরনের অবৈধ কার্যকলাপ সহ্য করব না এবং অপরাধীদের উপর কড়া নজর রাখছি। আমরা জনসাধারণের কাছে আবেদন করছি যে তারা যেন এই ধরণের ঘটনা দ্রুত পুলিশে রিপোর্ট করেন যাতে আমরা মালদাকে মাদকমুক্ত করতে পারি।
হিন্দুস্থান সমাচার / সোনালি