উত্তর দিনাজপুর, ২০ অক্টোবর, (হি.স.): সোমবার ভোরবেলা ঘুম থেকে উঠে প্রতি বছরের মতো নিজেই বাড়ির কালীপুজোর আয়োজন শুরু করেছিলেন। আচমকাই ছন্দপতন। পরিবারের লোকজনের দাবি, রান্নাঘরে ঢুকে নিজের গলায় নিজেই বঁটির কোপ দেন। এক নিমেষে শরীর থেকে বাদ মাথা। হাসপাতালে যাওয়ার পথেই মৃত্যু। এই ঘটনাকে কেন্দ্র করে ইটাহারের হাঁসুয়া গ্রামে ব্যাপক চাঞ্চল্য।
নিহত যুবকের নাম সৌমিত্র শীল। উত্তর দিনাজপুরের ইটাহারের হাঁসুয়া গ্রামের বাসিন্দা। বছর একত্রিশের সৌমিত্র সরকারি চাকরির পরীক্ষা দিচ্ছেন। পরিবার সূত্রে খবর, সম্প্রতি এসএসসি পরীক্ষায় বসেছিলেন তিনি। বাড়িতে কালীপুজো থাকায় সোমবার সকালে পরিবারের সকলেই ভোর ভোর ঘুম থেকে উঠে পড়েন। সৌমিত্রর ঘুমও ভাঙে তাড়াতাড়ি। বাড়ির অদূরে একটি বাগানে ফুল তুলতেও যান।
বাড়ি ফিরে পুজোর কাজেও হাত লাগান। সকলের নজর এড়িয়ে রান্নাঘরে চলে যান। অভিযোগ, নিজেই নিজের গলায় বঁটির কোপ দেন। শরীর থেকে মুন্ড আলাদা হয়ে যায় তাঁর। সৌমিত্রকে উদ্ধার করে রায়গঞ্জ মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়। যদিও শেষরক্ষা হয়নি। পথেই মৃত্যু হয় তাঁর।
---------------
হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত