আগরতলা, ২০ অক্টোবর (হি.স.) : স্বদেশী পণ্যের ব্যবহার এবং স্থানীয় কারুশিল্পের প্রসারে উদ্যোগী হয়ে রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য সোমবার খয়েরপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত নন্দননগরের এক কুমোর পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি কারিগরদের সমর্থনের প্রতীক হিসেবে তাঁদের তৈরি ঐতিহ্যবাহী মাটির প্রদীপ ক্রয় করেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘স্বদেশী গ্রহণ’ এবং ‘ভোকাল ফর লোকাল’ আহ্বানকে সমর্থন করেই এই পদক্ষেপ বলে জানান সাংসদ ভট্টাচার্য। তাঁর সঙ্গে সফরে বিজেপির কয়েকজন নেতা ও স্থানীয় কর্মীরাও উপস্থিত ছিলেন।
সাংসদ বলেন, “এই প্রচেষ্টা কেবলমাত্র প্রতীকী নয় – এটি আমাদের স্থানীয় শিল্পীদের যথাযথ সম্মান, স্বীকৃতি ও উৎসাহ প্রদানের বিষয়।” তিনি আরও জানান, স্থানীয় কারিগরদের শ্রমের মর্যাদা রক্ষার জন্য নিজেদের উৎসবে দেশীয় পণ্যের ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি ত্রিপুরাবাসীদের উদ্দেশে আহ্বান জানান, দীপাবলি উৎসবে বাজারের নয়, বরং স্থানীয়ভাবে তৈরি মাটির প্রদীপ ও অন্যান্য স্বদেশী সামগ্রী ব্যবহার করতে, যাতে স্থানীয় শিল্প ও অর্থনীতি আরও শক্তিশালী হয় এবং জাতীয় গর্বের অনুভূতি সবার মধ্যে ছড়িয়ে পড়ে।
এই সফরের মাধ্যমে শুধু কারুশিল্পের প্রতি সম্মান প্রদর্শনই নয়, বরং তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়ন ও স্বনির্ভরতার বার্তাও প্রেরিত হয়েছে বলে রাজনৈতিক মহল মনে করছে।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ