
কলকাতা, ৩১ অক্টোবর, (হি.স.): উচ্চ মাধ্যমিকের প্রথম পর্বের ফলপ্রকাশে উল্লেখযোগ্য সাফল্য রামকৃষ্ণ মিশন নরেন্দ্রপুর এবং রামকৃষ্ণ মিশন পুরুলিয়ার ছাত্রদের ৷ মেধাতালিকায় থাকা ৬৯ জনের মধ্যে ৫৫ জন এই দুই স্কুল থেকে৷ তাঁদের মধ্যে প্রথম স্থানাধিকারী হয়েছে দু’জন৷ প্রীতম বল্লভ এবং আদিত্য নারায়ণ জানা৷ দু’জনেই রামকৃষ্ণ মিশন পুরুলিয়ার ছাত্র৷ তাঁদের প্রাপ্ত নম্বর ৯৮.৯৭ শতাংশ৷
মেয়েদের মধ্যে প্রথম হয়েছে দীপান্বিতা পাল৷ সর্বমোট অবস্থানে চতুর্থস্থানে রয়েছে সে৷ তার প্রাপ্ত নম্বর ৯৮.৯২ শতাংশ।
সার্বিক তালিকায় দ্বিতীয়স্থানে ১০ জন (৯৮.৯৫ শতাংশ), তৃতীয়স্থানে ১ জন (৯৮.৯২ শতাংশ), চতুর্থস্থানে ১০ জন (৯৮.৪২ শতাংশ), পঞ্চমস্থানে ২ জন (৯৮.৩৮ শতাংশ), ষষ্ঠ স্থানে ১৩ জন (৯৭. ৮৯ শতাংশ), সপ্তমস্থানে ৬ জন (৯৭. ৫০ শতাংশ), অষ্টমস্থানে ১ জন (৯৭. ৫০ শতাংশ), নবমস্থানে ১৫ জন (৯৭. ৩৭ শতাংশ) ও দশমস্থানে ৯ জন (৯৭. ৩০ শতাংশ)।
---------------
হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত