
বারাবাঁকি, ৩১ অক্টোবর (হি.স.): উত্তর প্রদেশের বারাবাঁকির লখনউ-অযোধ্যা ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটে। শুক্রবার বিকালে রামসনেহি ঘাট থানার অন্তর্গত এলাকার ঘটনাটি ঘটে । ঘটনায় এক কিশোরীর মৃত্যু হয়েছে ।
এক পুলিশ আধিকারিক জানান, মৃত কিশোরীর নাম আশা (৮)। কিশোরী আসান্দ্রা থানার অন্তর্গত এলাকার মির্জাপুর গ্রামের বাসিন্দা । সে তার পরিবারের সঙ্গে রাস্তা পার হচ্ছিল । হঠাৎ লখনউ থেকে আসা একটি দ্রুতগামী বাস তাকে ধাক্কা দেয়। ঘটনায় কিশোরী গুরুতর ভাবে আহত হয় । তার বাবা ও মা তাকে হাসপাতালে নিয়ে যায় । যেখানে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন । চালক পলাতক । পুলিশ দেহ উদ্ধার করে ময়নতদন্তের জন্য পাঠায় । ঘটনার তদন্ত শুরু করছে পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন