
নওয়াদা, ৩১ অক্টোবর (হি.স.): বিহারের নওয়াদায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে । শুক্রবার হিসুয়া থানার এলাকার ফুলওয়ারিয়া গ্রামে ঘটনাটি ঘটেছে। ঘটনায় এলাকার বিধায়ক এবং পৌর পরিষদের সভাপতি ঘটনাস্থলে পৌঁছে শোকপ্রকাশ করে ।
প্রশাসন সূত্রে জানা গেছে, মৃত যুবকের নাম উমেশ যাদব(৩০)। ঘটনায় স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন ১১,০০০ ভোল্টের একটি বিদ্যুৎ তার ভেঙে পড়েছিল । একজন ইলেকট্রিশিয়ান এসেছিলেন কিন্তু তিনি পুনরায় সংযোগ করেননি। ইলেকট্রিশিয়ান তারের জন্য টাকা দাবি করে, তাতে গ্রামবাসীরা অস্বীকৃতি জানালে তিনি চলে যান। গ্রামবাসী ভেবেছিলেন বিদ্যুৎ বিভাগ বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দিয়েছে । কিন্তু বিদ্যুৎ বিভাগ কোনও পদক্ষেপ নেয়নি ।
---------------
হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন