উমরাংসোয় স্থাপন হচ্ছে আদানি গ্রুপের আম্বুজা সিমেন্ট কোম্পানির নতুন প্ল্যান্ট
হাফলং (অসম), ৩১ অক্টোবর (হি.স.) : ডিমা হাসাও জেলার উদ্যোগনগরী হিসেবে পরিচিত উমরাংসোতে স্থাপন হচ্ছে আদানি গ্রুপের আম্বুজা সিমেন্ট কোম্পানির নতুন সিমেন্ট প্ল্যান্ট। পরিবেশ দফতরের ছাড়পত্রের জন্য উমরাংসোতে অসম প্রদূষণ বোর্ডের গণশুনানির পর এই বিষয়টি স্প
উমরাংসোয় স্থাপন হচ্ছে আদানি গ্রুপের আম্বুজা সিমেন্ট কোম্পানির নতুন প্ল্যান্ট


হাফলং (অসম), ৩১ অক্টোবর (হি.স.) : ডিমা হাসাও জেলার উদ্যোগনগরী হিসেবে পরিচিত উমরাংসোতে স্থাপন হচ্ছে আদানি গ্রুপের আম্বুজা সিমেন্ট কোম্পানির নতুন সিমেন্ট প্ল্যান্ট। পরিবেশ দফতরের ছাড়পত্রের জন্য উমরাংসোতে অসম প্রদূষণ বোর্ডের গণশুনানির পর এই বিষয়টি স্পষ্ট হয়েছে।

উমরাংসোতে নয় হাজার বিঘা জমির ওপর আম্বুজা সিমেন্ট, স্টার সিমেন্ট এবং ডালমিয়া সিমেন্টের নতুন উদ্যোগ স্থাপন করা হবে। ইতিমধ্যে এই সিমেন্ট উদ্যোগ স্থাপনের জন্য গ্রামবাসীদের জমি অধিগ্রহণ বাবদ ক্ষতিপূরণ মিটিয়ে দেওয়া হয়েছে। এবার নতুন সিমেন্ট উদ্যোগ স্থাপনের জন্য পরিবেশ দফতরের ছাড়পত্রের জন্য উমরাংসোতে বৃহস্পতিবার অসম প্রদূষণ বোর্ডের গণশুনানি অনুষ্ঠিত হয়। গণশুনানিতে উমরাংসো এলাকার যে জায়গায় সিমেন্ট উদ্যোগ স্থাপন করা হবে সেই গ্রামের বাসিন্দারা উপস্থিত ছিলেন।

এদিকে অসম প্রদূষণ বোর্ডের এই গণশুনানিতে উপস্থিত ছিলেন উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের প্রাক্তন সদস্য ডেনিয়েল লাংথাসা। প্রদূষণ বোর্ডের গণশুনানিতে অংশগ্ৰহণ কর বেরিয়ে এসে ডেনিয়েল লাংথাসা উমরাংসোতে আম্বুজা সিমেন্টের নতুন প্ল্যান্ট স্থাপন করার ইস্যুতে ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি বলেন, গণশুনানির পর পরিবেশ দফতরের ছাড়পত্র পাওয়ার পরই এই নতুন সিমেন্ট উদ্যোগ স্থাপনের কাজ শুরু হবে। কিন্তু দেখা গেছে, প্রদূষণ বোর্ডের গণশুনানির আগে এবং সিমেন্ট উদ্যোগ স্থাপনের জন্য পরিবেশ দফতরের ছাড়পত্র পাওয়ার আগে নিয়ম বহির্ভূতভাবে ক্ষতিগ্রস্ত মানুষজনকে ক্ষতিপূরণ প্রদান করা হয়েছে।

ডেনিয়েল বলেন, যেখানে সিমেন্ট উদ্যোগ স্থাপন করা হবে সেখানকার গ্রামের মানুষ এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন। কারণ সিমেন্ট উদ্যোগ স্থাপন হলে সেখানে পরিবেশ দূষিত হবে। এই অবস্থায় আগেই যদি গ্রামের বাসিন্দাদের ক্ষতিপূরণ মিটিয়ে দেওয়া হয় তা-হলে গণশুনানিতে এসে গ্রামের বাসিন্দারা কোনও অভিযোগ দাখিল করতে পারবেন না। কারণ ইতিমধ্যে গ্রামবাসীরা ক্ষতিপূরণ পেয়ে গেছেন।

এমতাবস্থায় অসম প্রদষূণ বোর্ডের গণশুনানি নাটক ছাড়া আর কিছু নয় বলে মন্তব্য করেন ডেনিয়েল লাংথাসা।

হিন্দুস্থান সমাচার / বিশাখা দেব




 

 rajesh pande