বিএলও–দের সঙ্গে ছায়ার মতো থাকতে হবে বিএলএ–দের : অভিষেক
কলকাতা, ৩১ অক্টোবর (হি.স.): গত মঙ্গলবার থেকে দেশের ১১টি রাজ্যের সঙ্গে বাংলাতেও ভোটার তালিকার নিবিড় সংশোধনের প্রক্রিয়া শুরু করেছে কমিশন। ৪ নভেম্বর থেকে বাড়ি বাড়ি যাবেন বুথ লেবেল অফিসার বা বিএলও-রা। এবার এই বিএলওদের ছায়াসঙ্গী হয়ে থাকার জন্য দলের
বিএলও–দের সঙ্গে ছায়ার মতো থাকতে হবে বিএলএ–দের : অভিষেক


কলকাতা, ৩১ অক্টোবর (হি.স.): গত মঙ্গলবার থেকে দেশের ১১টি রাজ্যের সঙ্গে বাংলাতেও ভোটার তালিকার নিবিড় সংশোধনের প্রক্রিয়া শুরু করেছে কমিশন। ৪ নভেম্বর থেকে বাড়ি বাড়ি যাবেন বুথ লেবেল অফিসার বা বিএলও-রা। এবার এই বিএলওদের ছায়াসঙ্গী হয়ে থাকার জন্য দলের বুথ লেবেল এজেন্ট বা বিএলএ–দের। নির্দেশ দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোেপাধ্যায়।

ভোটার তালিকা সংশোধনের সময়ে রাজ্য জুড়ে ছ’হাজারের বেশি ক্যাম্প চালাবে তৃণমূল কংগ্রেস। সেই সঙ্গে, সব বিধানসভা কেন্দ্রে সমন্বয়ের জন্য একটি করে ওয়াররুম খুলবে তারা। শুক্রবার দলীয় বৈঠকে এই নির্দেশ দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, বিএলওদের সঙ্গে ছায়ার মতো থাকতে হবে দলের নির্দিষ্ট প্রতিনিধিকে। একশো শতাংশ ফর্ম ভরতে হবে বলেও নির্দেশ দিয়েছেন তিনি।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande