বিধায়কের সঙ্গে মিছিলে বিএলও, অভিযোগ ঘিরে প্রশ্ন হাওড়ায়
হাওড়া, ৩১ অক্টোবর, (হি.স.): তৃণমূলের ঝান্ডা হাতে বুথ লেভেল অফিসার! বিধায়কের সঙ্গে রাজনৈতিক মিছিলে হাঁটছেন বিএলও। পশ্চিম মেদিনীপুরের পর এবার হাওড়ায় বিতর্কে জড়ালেন একাধিক বিএলও। বিজেপির অভিযোগ, উত্তর হাওড়া বিধানসভা কেন্দ্রে নিয়োগ করা বিএলও-দের এ
বিধায়কের সঙ্গে মিছিলে বিএলও, অভিযোগ ঘিরে প্রশ্ন হাওড়ায়


হাওড়া, ৩১ অক্টোবর, (হি.স.): তৃণমূলের ঝান্ডা হাতে বুথ লেভেল অফিসার! বিধায়কের সঙ্গে রাজনৈতিক মিছিলে হাঁটছেন বিএলও। পশ্চিম মেদিনীপুরের পর এবার হাওড়ায় বিতর্কে জড়ালেন একাধিক বিএলও।

বিজেপির অভিযোগ, উত্তর হাওড়া বিধানসভা কেন্দ্রে নিয়োগ করা বিএলও-দের একাংশ সক্রিয় তৃণমূল কর্মী। একেবারে সোশাল মিডিয়ায় ছবি প্রকাশ করে, বিএলও-দের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুললেন বিজেপি রাজ্য সম্পাদক উমেশ রাই।

বিজেপির দেওয়া সেসব ছবিতে দেখতে পাওয়া গেছে, কোনও এক বিএলও-দের হাতে রয়েছে তৃণমূলের ঝান্ডা, কাউকে আবার হাওড়া উত্তরের তৃণমূল বিধায়ক গৌতম চৌধুরীর সঙ্গেও হাঁটতে দেখা গেছে।

তৃণমূলের পাল্টা দাবি, যা করার নির্বাচন কমিশন করেছে, এখানে তৃণমূলের হাত নেই। এবিষয়ে হাওড়ার জেলাশাসক পি দীপাপপ্রিয়া জানিয়েছেন, এই নিয়ে কোনও অভিযোগ পাওয়া যায়নি। পেলে খতিয়ে দেখা হবে।

---------------

হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত




 

 rajesh pande