
বাঁকুড়া, ৩০ অক্টোবর (হি.স.) : বাঁকাদহ–জয়রামবাটি সড়কের ধারে পূর্ণবয়স্ক এক পুরুষ চিতাবাঘের মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়াল বাঁকুড়ায়। ঘটনাস্থল বিষ্ণুপুর বন বিভাগের বাঁকাদহ রেঞ্জের উপরশোল বিটের পচাডহরা এলাকা। বৃহস্পতিবার রাতে রাস্তায় পড়ে থাকা মৃত চিতাটিকে দেখে স্থানীয়রা বনদফতরকে খবর দেন।
বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বিষ্ণুপুর পাঞ্চেত বনবিভাগে পাঠান। প্রাথমিক তদন্তে তাঁদের অনুমান, দ্রুতগামী কোনও যানবাহনের ধাক্কায় চিতাটির মৃত্যু হয়ে থাকতে পারে। মৃত চিতাটির শরীরে একাধিক আঘাতের চিহ্নও পাওয়া গেছে।
এই এলাকায় প্রথমবার চিতার উপস্থিতি ধরা পড়ায় আতঙ্ক ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে। বনকর্মীদের আশঙ্কা, মৃত চিতাটির সঙ্গিনী এখনও আশপাশের জঙ্গলে লুকিয়ে থাকতে পারে। সেই সম্ভাবনা মাথায় রেখে এলিফ্যান্ট স্কোয়াডের ১৫ জন সদস্যকে নিয়ে বনদফতর রাতভর তল্লাশি চালায়। যদিও অন্য চিতাটির দেখা মেলেনি, তবে জঙ্গলে একাধিক পায়ের ছাপ উদ্ধার হয়েছে।
বনদফতরের তরফে স্থানীয়দের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে এবং এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সোমনাথ বরাট