ছাত্রাবাসে উদ্ধার ভিনরাজ্যের ইঞ্জিনিয়ারিং ছাত্রের দেহ উদ্ধারে প্রশ্ন
উত্তর ২৪ পরগনা, ৩১ অক্টোবর (হি.স.): আগরপাড়ায় এক ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার রহস্যমৃত্যু নিয়ে প্রশ্ন উঠেছে। নিজের ঘর থেকেই গলায় দড়ি দেওয়া অবস্থায় উদ্ধার হল দেহ। বিহারের বাসিন্দা ওই পড়ুয়া এক বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্র। তিনি কি আত্মহত্যা করেছেন
দেহ উদ্ধার


উত্তর ২৪ পরগনা, ৩১ অক্টোবর (হি.স.): আগরপাড়ায় এক ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার রহস্যমৃত্যু নিয়ে প্রশ্ন উঠেছে। নিজের ঘর থেকেই গলায় দড়ি দেওয়া অবস্থায় উদ্ধার হল দেহ।

বিহারের বাসিন্দা ওই পড়ুয়া এক বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্র। তিনি কি আত্মহত্যা করেছেন নাকি খুন, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। ঘটনাস্থলে গিয়ে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর পাশাপাশি তদন্তে নেমেছে খড়দা থানার পুলিশ। মৃত পড়ুয়ার তিন কক্ষসঙ্গীকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

জানা গিয়েছে, শুক্রবার দুপুর নাগাদ আগরপাড়ার এক ছাত্রাবাসে তিন সহপাঠীর সঙ্গে থাকতেন বিহারের গোরক্ষপুরের ছাত্র গুলশন কুমার। মাস তিন আগে তিনি আগরপাড়ার বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হয়েছিলেন। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র গুলশন হস্টেলের একটি ঘরে একাই থাকতেন। পাশের ঘরে থাকত দুই সহপাঠী।

সকাল থেকে তাঁর ঘরের দরজা বন্ধ ছিল। দুপুরের দিকে ডাকাডাকির পরও দরজা না খোলায় বন্ধুরা দরজা ভেঙে ভিতরে ঢোকেন। ঘরে ঝুলন্ত অবস্থায় দেখতে পান গুলশনকে। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশে। খড়দা থানার পুলিশ দেহ উদ্ধার করে হাসপাতালে পাঠায়। চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

---------------

হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত




 

 rajesh pande