বিএসএফের হাতে আটক ১১ জন বাংলাদেশী, বসিরহাট আদালতে পেশ
কলকাতা, ৩১ অক্টোবর (হি. স..) : ভারত থেকে বাংলাদেশ পারাপারের সময়েই সীমান্ত রক্ষী বাহিনীর হেফাজতে ধরা পড়েছে ১১জন। তাদের সকলেই বাংলাদেশের নাগরিক। ঘটনাটি ঘটেছে বসিরহাটের স্বরূপনগর এলাকায় সংশ্লিষ্ট থানার অধীনেই রয়েছে বিথারী - হাকিমপুর গ্রাম পঞ্চায়
বিএসএফের হাতে আটক ১১ জন বাংলাদেশী, বসিরহাট আদালতে পেশ


কলকাতা, ৩১ অক্টোবর (হি. স..) : ভারত থেকে বাংলাদেশ পারাপারের সময়েই সীমান্ত রক্ষী বাহিনীর হেফাজতে ধরা পড়েছে ১১জন। তাদের সকলেই বাংলাদেশের নাগরিক। ঘটনাটি ঘটেছে বসিরহাটের স্বরূপনগর এলাকায় সংশ্লিষ্ট থানার অধীনেই রয়েছে বিথারী - হাকিমপুর গ্রাম পঞ্চায়েত। সেখানকার তারালি সীমান্তের ঘটনা। পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে যে, শুক্রবার ভোররাতে দল বেঁধেই অনেকে বাংলাদেশী সীমানায় তারালী সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে যাওয়ার চেষ্টা করছিল। সেই সময় বিএসএফের ১৪৩ নম্বর ব্যাটেলিয়নের জওয়ানেরা তাদেরকে হাতেনাতে পাকড়াও করে। এরপর জেরা করে জানা গিয়েছে যে, তাদের সকলেই বাংলাদেশী। ভারতের বিভিন্ন প্রান্তে কর্মসূত্রে বসবাস করত তারা। এদিন অবৈধভাবেই ভারত থেকে বাংলাদেশের যাওয়ার চেষ্টা করছিল। ধৃতদের মধ্যে রয়েছে - ৪ জন মহিলা, ৩ জন পুরুষ ও ৪ জন শিশু। ধৃত বাংলাদেশীদের আটক করে স্বরূপনগর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। এদিন দুপুরের পর ধৃতদের মধ্যেই ১১ জনকে তথা বাংলাদেশীকে শুক্রবার বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হয়। উল্লেখ্য, নিবিড় ভোটার তালিকা সংশোধনীর কাজ ভারতে চালু হতে চলেছে। সুতরাং এসআইআর চালু হওয়ার পরিপ্রেক্ষিতেই কি ভীত! এদেশ ছেড়ে বাংলাদেশে পালানোর এই মুহূর্তে যে চেষ্টা তা নিয়ে উঠছে হাজারো প্রশ্ন।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande