ইন্দিরা গান্ধীর প্রয়াণ দিবসে শ্রদ্ধার সঙ্গে স্মরণ মুখ্যমন্ত্রীর
কলকাতা, ৩১ অক্টোবর (হি. স.) : ভারতের তৃতীয় প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর প্রয়াণ দিবসে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডেলে শুক্রবার এক বার্তায় তিনি লিখেছেন যে, - ইন্দিরা গান্ধীজি''র মৃত্যুবার্ষি
ইন্দিরা গান্ধীর প্রয়াণ দিবসে শ্রদ্ধার সঙ্গে স্মরণ মুখ্যমন্ত্রীর


কলকাতা, ৩১ অক্টোবর (হি. স.) : ভারতের তৃতীয় প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর প্রয়াণ দিবসে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডেলে শুক্রবার এক বার্তায় তিনি লিখেছেন যে, - ইন্দিরা গান্ধীজি'র মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি।

প্রসঙ্গত, ইন্দিরা প্রিয়দর্শিনী গান্ধী - বিবাহের পূর্বে ছিলেন ইন্দিরা প্রিয়দর্শিনী নেহেরু। এক ভারতীয় রাজনীতিবিদ। ভারতের জাতীয় কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী এবং দেশের তৃতীয় প্রধানমন্ত্রী। উল্লেখ্য, ইন্দিরা গান্ধী হলেন একমাত্র মহিলা যিনি ভারতের প্রধানমন্ত্রী পদে আসীন হয়েছিলেন। পারিবারিক পরিচয়ে ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর কন্যা ইন্দিরা প্রথম দফায় - ১৯৬৬ সালের জানুয়ারি মাস থেকে ১৯৭৭ সালের মার্চ মাস পর্যন্ত এবং পুনরায় তথা দ্বিতীয় দফায় ১৯৮০ সালের জানুয়ারি থেকে ১৯৮৪ সালের অক্টোবর মাস পর্যন্ত ওই পদে ছিলেন। আজকের দিনে তিনি আততায়ীদের হাতে নিহত হন।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande