
কলকাতা, ৩১ অক্টোবর (হি. স.) : বল্লভভাই প্যাটেলের জন্ম দিবসে শ্রদ্ধা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স হ্যান্ডেলে এক বার্তায় তিনি লিখেছেন যে, - ভারতের লৌহপুরুষ সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মবার্ষিকীতে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। ভারতের স্বাধীনতা সংগ্রাম ও ঐক্যে তাঁর অসাধারণ অবদান প্রজন্মের পর প্রজন্ম ধরে এক অমলিন উত্তরাধিকার হিসেবে থেকে যাবে।
প্রসঙ্গত, ১৯৩০ সালে মহাত্মা গান্ধীর উদ্যোগে বিখ্যাত লবণ সত্যাগ্রহ আন্দোলনে অংশগ্রহণ করেই সর্দার বল্লভভাই প্যাটেল কারাবাস হয়েছে।১৯১৭ সালে ভারতের জাতীয় কংগ্রেসের গুজরাট শাখার নাম সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন। ১৯১৮ সালে কিয়ারায় বন্যার পরে বৃটিশরা জোরপূর্বক কর চাপিয়ে দিলে তৎকালীন সময়েই তিনি কৃষকদের পাশে দাঁড়ান। 'কর শুল্ক অভিযান' পরিচালনা করেছেন। যাতে না কৃষকদের কর দিতে হয়। শান্তিপূর্ণ আন্দোলন বৃটিশ কর্তৃপক্ষকে কৃষকদের কাছ থেকে নেওয়া জমি বরং নিতান্তই বাধ্য হয়ে ফেরত দিতে হয়েছিল। তাঁর এলাকায় কৃষকদের সংগঠিত করার যে প্রচেষ্টা তাঁকে 'সর্দার' উপাধি দিয়েছিল।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত