অন্ডালে কয়লা চুরি করতে গিয়ে মৃত্যু, ফের প্রশ্নের মুখে কয়লা পাচারচক্র; সরব বিজেপি
দুর্গাপুর, ৩১ অক্টোবর (হি.স.) : ফের কয়লাখনি থেকে কয়লা চুরি করতে গিয়ে মৃত্যু! অন্ডালের নবগ্রামে ইসিএলের শোনপুর বাজারি খনিতে বৃহস্পতিবার রাতে কয়লার চাঙড় চাপা পড়ে মৃত্যু হয় এক ব্যক্তির। মৃতের নাম রবিলাল মাঝি (৫২), বাসিন্দা অন্ডালের চঞ্চনি এলাকার। ঘটনা
অন্ডালে কয়লা চুরি করতে গিয়ে মৃত্যু, ফের প্রশ্নের মুখে কয়লা পাচারচক্র; সরব বিজেপি


দুর্গাপুর, ৩১ অক্টোবর (হি.স.) : ফের কয়লাখনি থেকে কয়লা চুরি করতে গিয়ে মৃত্যু! অন্ডালের নবগ্রামে ইসিএলের শোনপুর বাজারি খনিতে বৃহস্পতিবার রাতে কয়লার চাঙড় চাপা পড়ে মৃত্যু হয় এক ব্যক্তির। মৃতের নাম রবিলাল মাঝি (৫২), বাসিন্দা অন্ডালের চঞ্চনি এলাকার। ঘটনায় ফের সক্রিয় কয়লা পাচারচক্রকে ঘিরে উঠেছে প্রশ্ন। শুক্রবার পুলিশ সূত্রে জানা গেছে, নবগ্রাম সাইডিং থেকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। অন্ডাল এসিপি পিন্টু সাহা বলেন, “অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হয়েছে, তদন্ত চলছে।”

উল্লেখ্য, ২০২২ সালের ২৬ জানুয়ারি লাউদোহার মাধাইপুর খোলামুখ খনিতে কয়লা চুরি করতে গিয়ে চাঙড় চাপা পড়ে মৃত্যু হয়েছিল চারজনের। ফের একই ঘটনায় কয়লা পাচারের সক্রিয়তা নিয়ে প্রশ্ন উঠেছে।

বিজেপির অভিযোগ, তৃণমূল কংগ্রেসের মদতে চলছে কয়লা পাচারচক্র। পান্ডবেশ্বরের মাইজুল শা ও ফরিদপুরের গৌতম ঘোষের নেতৃত্বে চলছে সিন্ডিকেট রাজ। তাদের অভিযোগ, ইসিএলের বিভিন্ন সাইডিং থেকে রাতের অন্ধকারে ট্রাক, ট্রাক্টর ও মোটরসাইকেলে টন টন কয়লা পাচার হচ্ছে। উৎপাদনে ঘাটতি মেটাতে ছাই মিশিয়ে হিসেব মেলানো হচ্ছে, ফলে সরকারের বিপুল রাজস্ব ক্ষতি হচ্ছে।বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারী বলেন, “কয়লা চুরিতে আর কত প্রাণহানি হলে নরেনের মন শান্ত হবে?” তৃণমূল নেতৃত্ব অবশ্য এই বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি।

প্রসঙ্গত, কয়লা পাচারকাণ্ডে ইতিমধ্যেই তদন্তে নেমেছে সিবিআই ও রাজ্য সিআইডি। একাধিক কয়লা মাফিয়া ও ইসিএলের আধিকারিক গ্রেফতার হয়েছেন। কেন্দ্র ও রাজ্যের তদন্তকারী সংস্থাগুলির রাডারে রয়েছে রাজনৈতিক নেতা ও কয়েকটি ছোট শিল্প সংস্থাও। এর মধ্যেই ফের শোনপুর বাজারি খনিতে মৃত্যুতে নতুন করে সক্রিয় কয়লা পাচারচক্র নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / জয়দেব লাহা




 

 rajesh pande