
দুর্গাপুর, ৩১ অক্টোবর (হি.স.): তিন দিন নিখোঁজ থাকার পরে এক যুবকের পচাগলা দেহ উদ্ধার করল পুলিশ। শুক্রবার সকালে দুর্গাপুরের ডিপিএলের প্রশাসনিক ভবনের পাশের মাঠে করণ চৌহান নামের ওই যুবকের দেহ দেখতে পান স্থানীয় বাসিন্দারা। বাড়ি লেবারহাটের নুনিয়াপাড়ায়।
পুলিশ সূত্রে জানা গেছে, কোকআভেন থানায় নিখোঁজ ডায়েরি করা হয়েছিল। তাঁকে খুন করা হয়েছে বলে দাবি পরিবারের। পুলিশ জানায়, এখনও লিখিত অভিযোগ হয়নি। দেহটি ময়না তদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত চলছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ