
শ্রীনগর, ৩১ অক্টোবর (হি.স.) : শুক্রবার জম্মু ও কাশ্মীরের বিধানসভা অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করা হয়েছে। নয় দিনব্যাপী অধিবেশনে কেন্দ্রশাসিত অঞ্চলের চারটি রাজ্যসভা আসনের জন্য নির্বাচন এবং একাধিক গুরুত্বপূর্ণ বিল অধিবেশনে পাস হয় ।
পাঁচটি সরকারি বিল পাস হয়, দুইটি বেসরকারি সদস্যের প্রস্তাব নিয়ে আলোচনা হয় এবং ৯৭টি শূন্যকালীন বিষয় উত্থাপিত হয়। মোট ৭৩২টি প্রশ্নের মধ্যে ৬৮২টি গৃহীত হয়।
অধিবেশনে একমাত্র বিতর্কমূলক ঘটনা ঘটে, যখন বিজেপি বিধায়করা ওয়াকআউট করেন। উধমপুরের বিধায়ক বন্যাপীড়িতদের পরিস্থিতি নিয়ে আলোচনার প্রস্তাব দেন, কিন্তু তা নাকচ করা হয়।
অধ্যক্ষ আব্দুল রইম রাথর সকল সদস্যদের ধন্যবাদ জানিয়ে বলেন, “সদনের কার্যক্রম নির্বিঘ্নে সম্পন্ন করতে সকল সদস্য সহযোগিতা করেছেন।”
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য