
আলিপুরদুয়ার, ৩১ অক্টোবর (হি. স.) ঘুর্ণিঝড় মন্থার প্রভাবে টানা বৃষ্টি হচ্ছে উত্তরবঙ্গের একাধিক অংশে। শুক্রবার সকালে আলিপুরদুয়ারের বীরপাড়ার কাছে ৪৮ নম্বর এশিয়ান হাইওয়ের গ্যারগেন্ডা সেতুর উত্তর প্রান্তের অ্যাপ্রোচ রোডে ধস নামে। ৪৮ নম্বর এশিয়ান হাইওয়ে দেশের উত্তর-পূর্বাঞ্চলের সঙ্গে সড়ক যোগাযোগের অন্যতম লাইফলাইন। ধসের জেরে ব্যাহত হয় সড়ক পরিষেবাও।
এশিয়ান হাইওয়ে কর্তৃপক্ষের দাবি, বৃহস্পতিবার থেকে লাগাতার মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হয়েছে ওই এলাকায়। আর সেই কারণেই এই বিপত্তি ঘটতে পারে। ঘটনাস্থলে ২৪ ঘণ্টার জন্য পুলিশ মোতায়েন করা হয়েছে। পথ দুর্ঘটনা এড়াতে গার্ড রেল দিয়ে ঘিরে দেওয়া হয়েছে ধস কবলিত এলাকাটিকে।
হিন্দুস্থান সমাচার / সোনালি