স্কুলের ভিতরে মাধ্যমিক পরীক্ষার্থীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য সবংয়ে
পশ্চিম মেদিনীপুর, ৩১ অক্টোবর, (হি.স.): স্কুলের ভিতর থেকেই মাধ্যমিক পরীক্ষার্থীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো এলাকায়। শুক্রবার ভোরে ঘটনাটি ঘটে সবং থানার অন্তর্গত দশগ্রাম সতীশচন্দ্র সর্বার্থসাধক শিক্ষাসদন হাইস্কুলে। সূত্রের খব
স্কুলের ভিতরে মাধ্যমিক পরীক্ষার্থীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য সবংয়ে


পশ্চিম মেদিনীপুর, ৩১ অক্টোবর, (হি.স.): স্কুলের ভিতর থেকেই মাধ্যমিক পরীক্ষার্থীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো এলাকায়। শুক্রবার ভোরে ঘটনাটি ঘটে সবং থানার অন্তর্গত দশগ্রাম সতীশচন্দ্র সর্বার্থসাধক শিক্ষাসদন হাইস্কুলে।

সূত্রের খবর, মৃত ছাত্রের নাম অভিনন্দন সামন্ত। তাঁর বয়স ১৮ বছর। তাঁর বাড়ি বিষ্ণুপুর এলাকায়। শুক্রবার ভোরে অভিনন্দনকে হোস্টেলের ভিতর খুঁজে পাওয়া যায়নি। এরপরেই বিষয়টি স্কুল কর্তৃপক্ষকে জানায় হোস্টেলের অন্যান্য পড়ুয়ারা। খোঁজাখুঁজির পর স্কুলের এই শ্রেণীকক্ষ থেকেই ওই ছাত্রের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়।

সবং গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা ওই ছাত্রকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনার খবর জানাজানি হতেই এলাকাজুড়ে চাঞ্চল্য ছড়ায়। শোকের ছায়া নেমে আসে স্কুলে। কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। মৃত্যুর আসল কারণ এখনও স্পষ্ট নয়।

জানা গিয়েছে, করোনার সময় বাবা মারা যায় অভিনন্দনের। এর দুই বছর পরে এক প্রতিবেশিকে বিয়ে করেন অভিনন্দনের মা। অনেকের ধারণা সেই সময় এই ঘটনা তাঁর মনে গভীর প্রভাব ফেলে। মায়ের দ্বিতীয় বিয়ে মানতে না পেরেই এই ঘটনা ঘটিয়ে থাকতে পারে, এমনটাই মনে করছেন অনেকে। পাশাপাশি, অনেকের ধারণা, গ্রামের বাড়িতে হয়ত মায়ের দ্বিতীয় বিয়ের জন্য কোনও কথা শুনতে হয়েছে অভিনন্দনকে। সেই কারণেই হয়ত এই ঘটনা ঘটিয়ে থাকতে পারে সে।

---------------

হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত




 

 rajesh pande