
কলকাতা, ৩১ অক্টোবর, (হি.স.): খাস কলকাতায় মন্দির ভাঙা নিয়ে সরব হলেন বিজেপি-র রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। এ ঘটনায় শুক্রবার এক্সবার্তায় তিনি প্রশাসনকেও একহাত নিয়েছেন।
শমীকবাবু লিখেছেন, “বেহালা সরশুনা যাদব ঘোষ রোডের নিত্য পূজা হওয়া মন্দিরে গত পরশু রাতে দুষ্কৃতীরা কষ্টিপাথরের মূর্তি ভেঙে দিয়ে গেছে। এই মন্দিরটি ৬০০ বছরেরও পুরোনো। খাস কলকাতার বুকে ঘটল এই ঘটনা। বারবার হিন্দু মন্দির, মূর্তি ভাঙচুরের ঘটনা ঘটলেও প্রশাসন আশ্চর্যজনক ভাবে চুপ
পশ্চিমবঙ্গের কোনও অংশ আর নিরাপদ নেই। কোচবিহার থেকে কলকাতা, কাকদ্বীপ থেকে মুর্শিদাবাদ সর্বত্র হিন্দু ধর্মের উপর হামলার ঘটনা সামনে আসছে। হিন্দু বাঙালিকে বাঁচানোর একমাত্র উপায়, ২০২৬ এর নির্বাচন, তৃণমূলের বিসর্জন।”
---------------
হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত