অভিষেকের বার্তায় নেতিবাচক প্রতিক্রিয়া নেটনাগরিকদের
কলকাতা, ৩১ অক্টোবর, (হি.স.): শুক্রবার ভার্চুয়াল বৈঠকে দলীয় নেতা-কর্মীদের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বার্তার খবর প্রকাশ্যে আসার পর নেতিবাচক প্রতিক্রিয়া দেখা দিয়েছে নেটনাগরিকদের মধ্যে। অভিষেকের নির্দেশ ''আগামী ৬ মাস আমাদের কাছে অ্যাসিড টেস্ট। ব্লক লেভ
অভিষেক বন্দ্যোপাধ্যায়


কলকাতা, ৩১ অক্টোবর, (হি.স.): শুক্রবার ভার্চুয়াল বৈঠকে দলীয় নেতা-কর্মীদের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বার্তার খবর প্রকাশ্যে আসার পর নেতিবাচক প্রতিক্রিয়া দেখা দিয়েছে নেটনাগরিকদের মধ্যে।

অভিষেকের নির্দেশ 'আগামী ৬ মাস আমাদের কাছে অ্যাসিড টেস্ট। ব্লক লেভেল অফিসারদের (বিএলও) ছায়াসঙ্গী হিসেবে থাকতে হবে ব্লক লেভেল এজেন্ট (বিএলএ) -দের। এক মিনিটের জন্যেও ছাড়বেন না’। অপর নির্দেশ হল— 'বিজেপি এসআইআর, এনআরসি করে বাংলা ভাগ করতে চায়, আমরা মানুষের পাশে আছি, সেই বার্তা দিতে হবে'।

সংবাদমাদধ্যমের এ রকম প্রতিটি পোস্টে প্রচুর সমালোচনা এসেছে। যেমন আনোয়ার আরিয়ান লিখেছেন, “ভাইপোর এসআইআর নিয়ে এতো কেনো মাথা ব্যথা? নিশ্চয় ডালমে কুচ কালা হ্যায় ভাইপোর গরম কথা শুনে আমরা মুসলিমরা যেনো উত্তেজিত না হই যারা ভারতীয় নাগরিক তাদের কোনো চিন্তার কারণ নাই।”

সুফল বিশ্বাস লিখেছেন, “যাক তাহলে এসআইআর হচ্ছে। আর কোনো বাধা নেই।”

জয় দত্ত লিখেছেন, “তোলা মূলে ন্যাতা কর্মী সমর্থক ও চাইছে এসআইআর হোক। পুসি ভুঁইপো এই দুই জন চাইছেনা কারণ কী?”

সুরজিৎ মান্না লিখেছেন, “কোনোদিন দেখলাম যে একটা ভালো কথা বললো!” ‘সততার প্রতীক’ নামধারী একজন লিখেছেন, “থাইল্যান্ডের বৌয়ের নাম লিস্টে নেই তাই ভাইপোর মাথা গরম হয়ে গেছে।”

অয়ন ব্যানার্জী লিখেছেন, “চোর যখন বলে সে মানুষের পাশে আছে তখন মানুষদের সাবধানে থাকাই কর্তব্য”। প্রদ্যোৎ মহাপাত্র লিখেছেন, “বিষ্ণুপুরের জঙ্গলে এস আই আর-এর ভয়ে বাঘটি গাড়ির তলায় চাপা পড়ে মরে গেল সুইসাইড নোট লিখে গেছে তো!”

---------------

হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত




 

 rajesh pande