বাংলার সিইও দফতরের নতুন ওয়েবসাইট, পুরনো লিঙ্কে ঢুকলে তথ্য হ্যাকের সম্ভাবনা
কলকাতা, ৩১ অক্টোবর, (হি.স.): রাজ্যের মুখ্য নির্বাচনী দফতরের পুরনো ওয়েবসাইট বন্ধ হয়ে গিয়েছে। তার জায়গায় এখন চালু হয়েছে সম্পূর্ণ নতুন একটি পোর্টাল, যেখানে পাওয়া যাবে ২০০২ সালের পূর্ণাঙ্গ ভোটার তালিকা। পুরনো যে ওয়েবসাইট ছিল তাতে এখন ঢোকা একপ্রকার বিপদ
বাংলার সিইও দফতরের নতুন ওয়েবসাইট, পুরনো লিঙ্কে ঢুকলে তথ্য হ্যাকের সম্ভাবনা


কলকাতা, ৩১ অক্টোবর, (হি.স.): রাজ্যের মুখ্য নির্বাচনী দফতরের পুরনো ওয়েবসাইট বন্ধ হয়ে গিয়েছে। তার জায়গায় এখন চালু হয়েছে সম্পূর্ণ নতুন একটি পোর্টাল, যেখানে পাওয়া যাবে ২০০২ সালের পূর্ণাঙ্গ ভোটার তালিকা। পুরনো যে ওয়েবসাইট ছিল তাতে এখন ঢোকা একপ্রকার বিপদের মতো।

আগের ওয়েবসাইট অর্থাৎ ceowestbengal.nic.in-এ ঢুকলেই দেখাবে আপনার কানেকশন প্রাইভেট করা নেই। হ্যাকাররা এর সুযোগ নিয়ে আপনার ব্যক্তিগত তথ্য চুরি করে নিতে পারে। কাজেই, এই ওয়েবসাইটে না ঢোকাই ভাল। বরং সিইও দফতরের নতুন ওয়েবসাইট https://ceowestbengal.wb.gov.in/-এ ঢুকে ভোটাররা ২০০২ সালের সম্পূর্ণ ভোটার তালিকা খুঁজে পাবেন।

গত ২৭ অক্টোবর ভোটার তালিকার নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়া শুরুর ঘোষণা হয়। কিন্তু ঘোষণার ঠিক পরদিন থেকেই ক্র্যাশ হয়ে পড়ে সিইও দফতরের আগের ওয়েবসাইট। ফলে ভোটার তালিকা দেখতে গিয়ে অসুবিধায় পড়েছিলেন সাধারণ মানুষ। বিশেষ করে যাঁরা ২০০২ সালের ভোটার তালিকা খুঁজছিলেন, তাঁদের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়।

অবশেষে সেই সমস্যার সমাধান করেছে সিইও দফতর। দফতর সূত্রে জানা গিয়েছে, এসআইআর সম্পর্কিত যাবতীয় কাজও করা যাবে এই নতুন পোর্টালের মাধ্যমে।

---------------

হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত




 

 rajesh pande