এসআইআর নিয়ে প্রশ্ন তুলে কলকাতা হাই কোর্টে দায়ের জনস্বার্থ মামলা
কলকাতা, ৩১ অক্টোবর, (হি.স.): নির্বাচনের আগে তড়িঘড়ি এসআইআর কেন? প্রশ্ন তুলে হাই কোর্টে জনস্বার্থ মামলা করলেন পিন্টু কারার। মামলাকারীর দাবি, এসআইআর-এর মেয়াদের সময়সীমা বাড়ানো হোক। আগামী সপ্তাহেই শুনানির সম্ভাবনা। গত সোমবার বাংলায় এসআইআর ঘোষণা করেছ
কলকাতা হাইকোর্ট


কলকাতা, ৩১ অক্টোবর, (হি.স.): নির্বাচনের আগে তড়িঘড়ি এসআইআর কেন? প্রশ্ন তুলে হাই কোর্টে জনস্বার্থ মামলা করলেন পিন্টু কারার। মামলাকারীর দাবি, এসআইআর-এর মেয়াদের সময়সীমা বাড়ানো হোক। আগামী সপ্তাহেই শুনানির সম্ভাবনা।

গত সোমবার বাংলায় এসআইআর ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে প্রক্রিয়া। আমজনতার মনে হাজার হাজার প্রশ্ন। তৃণমূলের দাবি, ভোটে ফায়দা নিতে বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার উদ্দেশ্যেই ছাব্বিশের আগে এসআইআর। এই নিয়ে সরগরম রাজ্য-রাজনীতি।

এরই মাঝে শুক্রবার কলকাতা হাই কোর্টে এসআইআর নিয়ে মামলা দায়েরের অনুমতি চান মামলাকারীর আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায়। তাতেই ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল জানান, অনুমতির কোন প্রয়োজন নেই, মামলা দায়ের হলে শুনানি হবে। জানা গিয়েছে, দায়ের হয়েছে মামলা।

---------------

হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত




 

 rajesh pande