শরৎচন্দ্র ও নজরুল : সম্পর্ক নিয়ে আলোচনাচক্র
কলকাতা, ৩১ অক্টোবর (হি. স.): কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৫০তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে রাজ্য জুড়েই বছরভর বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে শরৎ সমিতির শরৎ পাঠচক্র। শুক্রবার এই উপলক্ষ্যে দক্ষিণ কলকাতায় ২৪ নম্বর অশ্বিনী দত্ত রোডে অবস্থিত অমর কথাশ
শরৎচন্দ্রের বাসভবনেই সাহিত্য আলোচনাচক্র


কলকাতা, ৩১ অক্টোবর (হি. স.): কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৫০তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে রাজ্য জুড়েই বছরভর বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে শরৎ সমিতির শরৎ পাঠচক্র। শুক্রবার এই উপলক্ষ্যে দক্ষিণ কলকাতায় ২৪ নম্বর অশ্বিনী দত্ত রোডে অবস্থিত অমর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাসভবনে আলোচনা, সঙ্গীত ও কবিতা আবৃত্তি অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রারম্ভিক বক্তব্য রাখেন শরৎ সমিতির সাধারণ সম্পাদক ড. শ্যামল কুমার বসু। এদিন আলোচনার বিষয় ছিল — শরৎচন্দ্র ও নজরুল: পারস্পরিক সম্পর্কের পর্যালোচনা। এই বিষয়ে আলোকপাত করেছেন নজরুল গবেষক ও সঙ্গীত শিল্পী ছায়ানট, কলকাতা - এর সভাপতি সোমঋতা মল্লিক। বাংলা সাহিত্যজগতের দুই খ্যাতনামা চিন্তক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এবং কাজী নজরুল ইসলামের জীবদ্দশায় তাদের মধ্যেই যে একাধিকবার সাক্ষাৎ হয়। তাঁদের মধ্যে যে পারস্পরিক শ্রদ্ধার সম্পর্ক ছিল, তা সত্যিই শিক্ষণীয়। সেরকমই কিছু ঘটনা তুলে ধরেছেন সোমঋতা।

এদিকে শরৎচন্দ্রের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করে কবিতা আবৃত্তি করেন অম্বালিকা পাল চৌধুরী, সৌম্যজিৎ গুহ, সৃজিতা রায়, ঈপ্সিতা পাল। কাজী নজরুল ইসলামের লেখা কবিতাও এই সন্ধ্যায় উচ্চারিত হয়। এককভাবে 'বিদ্রোহী' কবির কবিতা আবৃত্তি করেন সুভাষ মিত্র, রাজশ্রী বসু, অনিন্দিতা ঘোষ ও দেবলীনা চৌধুরী।

উল্লেখ্য, ১৯৩২ সালে ১৮ সেপ্টেম্বর শরৎচন্দ্রের ৫৭তম জন্মদিনে কলকাতার টাউন হলে নাগরিক ও সাহিত্যিকদের পক্ষ থেকে এক বিশেষ সংবর্ধনা দেওয়া হয়। সেই মানপত্রটি পাঠ করেন বিশিষ্ট বাচিকশিল্পী পীতম ভট্টাচার্য। সোমঋতার কণ্ঠে শরৎচন্দ্র প্রয়াণে নজরুলের লেখা বেদনাবিধুর গান 'সেদিন দেখেছি আকাশের শোভা শরৎ-চন্দ্র তিলকে' পরিবেশনার মধ্য দিয়েই সমাপ্তি ঘটে ।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande