
হাওড়া, ৩১ অক্টোবর (হি.স.): রক্ষণাবেক্ষণের কাজ চলবে। তাই রবিবার ৮ ঘণ্টা বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু। সেতুর স্টে ও হোল্ডিং ডাউন কেবল পাল্টানো হবে বলে জানানো হয়েছে পুলিশের তরফে।
জানা গেছে, ভোর ৬টা থেকে দুপুর ২টো পর্যন্ত দু’মুখী যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ থাকবে। সকালের এই ৮ ঘণ্টা বিকল্প পথ হিসেবে হাওড়া সেতু ব্যবহার করতে পারবেন যাত্রীরা। শুক্রবার এই মর্মে একটি বিজ্ঞপ্তি জারি করেছে হাওড়া সিটি পুলিশ।
প্রসঙ্গত, গত ১১ অক্টোবর (শনিবার) ভোর ৫টা থেকে সকাল ৯টা পর্যন্ত এবং ১২ অক্টোবর (রবিবার) বিকেল ৩টে থেকে রাত ৮টা পর্যন্ত দ্বিতীয় হুগলি সেতু (বিদ্যাসাগর সেতু) সম্পূর্ণভাবে যান চলাচলের জন্য বন্ধ ছিল।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ