
মালদা, ৩১ অক্টোবর (হি.স.): হাসপাতালে ভর্তি হয়েছিল শ্বাসকষ্ট নিয়ে। বছর পনেরোর সেই রোগীকেই হাসপাতালের শৌচাগারে ছোবল দিল সাপ। শুক্রবার সকালে এ ঘটনা মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের। এই ঘটনাকে ঘিরে রোগী ও তাঁদের পরিজনদের মধ্যে রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে। ওই বিভাগেই ভর্তি রেখে তাঁর চিকিৎসা চলছে।
জানা যাচ্ছে, মালদার ইংরেজবাজার ব্লকের ৫২ বিঘা কৃষ্ণনগরের ১৫ বছরের কিশোর সূর্য মন্ডলকে ৩ দিন আগে মেডিক্যালে ভর্তি করা হয়। শ্বাসকষ্টজনিত রোগে তাঁকে ভর্তি করা হয়। পরিবার সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে ওই কিশোর মেল মেডিক্যাল ১ বিভাগের শৌচাগারে গিয়েছিল এবং সেখানে তাঁকে সাপে ছোবল দেয়। ওই বিভাগেই ভর্তি রেখে তাঁর চিকিৎসা চলছে, তাঁর শারীরিক পরিস্থিতি স্থিতিশীল বলে জানা গেছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ