কার্শিয়ংয়ে যাওয়ার পথে ভয়াবহ পথ দুর্ঘটনা, নিহত ৩ জন
দার্জিলিং, ৩১ অক্টোবর (হি.স.): দার্জিলিংয়ে ভয়াবহ পথ দুর্ঘটনায় কমপক্ষে ৩ জন নিহত এবং ৫ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে কার্শিয়ংয়ের দিকে যাওয়ার সময় একটি গাড়ি খাদে পড়ে এই দুর্ঘটনা ঘটে। একজন ঊর্ধ্বতন পুলিশ আধিকারিক জানিয়েছেন, বাঁক নেওয়ার সময় চালক
কার্শিয়ংয়ে যাওয়ার পথে ভয়াবহ পথ দুর্ঘটনা, নিহত ৩ জন


দার্জিলিং, ৩১ অক্টোবর (হি.স.): দার্জিলিংয়ে ভয়াবহ পথ দুর্ঘটনায় কমপক্ষে ৩ জন নিহত এবং ৫ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে কার্শিয়ংয়ের দিকে যাওয়ার সময় একটি গাড়ি খাদে পড়ে এই দুর্ঘটনা ঘটে।

একজন ঊর্ধ্বতন পুলিশ আধিকারিক জানিয়েছেন, বাঁক নেওয়ার সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন, যার ফলে গাড়িটি খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়, পরে একজন হাসপাতালে মারা যায়। আহত যাত্রীদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা হচ্ছে।

জানা গেছে, দুর্ঘটনার সময় পাহাড়ি এলাকায় ভারী বৃষ্টিপাত হচ্ছিল। আবহাওয়া বিভাগ শুক্রবারও কিছু এলাকায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande