
নদিয়া, ৩১ অক্টোবর, (হি.স.): শুক্রবার শান্তিপুরের পুকুরে স্নান করতে নেমে জলে তলিয়ে গেল দুই ভাই। পুলিশ সূত্রের খবর, ওই দু’ভাইয়ের নাম শুভজিৎ রায় এবং শুভম রায়। তাদের বয়স যথাক্রমে ৫ বছর ও ৩ বছর। তারা নদিয়ার শান্তিপুরের ৫ নম্বর ওয়ার্ডের বাঘাযতীন পাড়ার বাসিন্দা।
পরিবারের সদস্যরা জানিয়েছে, বড় ভাই শুভজিৎ চঞ্চল প্রকৃতির। তাকে সবসময় চোখে চোখে রাখা হতো। কিন্তু শুক্রবার সকালে সবার নজর এড়িয়ে সে ভাইকে সঙ্গে নিয়ে বেরিয়ে যায়। একঘণ্টারও বেশি সময় পেরিয়ে গেলেও দুই ভাই বাড়িতে না ফিরে আসায় বাড়ির লোকজন খোঁজাখুঁজি শুরু করেন।
তখনই প্রতিবেশীদের থেকে তাঁরা খবর পান, স্থানীয় একটি পুকুরে স্নান করতে গিয়ে তলিয়ে গিয়েছে দুই ভাই। প্রতিবেশীরাই তাদের উদ্ধার করে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসার পরে শুভজিৎকে মৃত বলে ঘোষণা করেন।
আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে শুভম। হাসপাতাল মারফৎ খবর পেয়ে ঘটনাস্থলে আসে শান্তিপুর থানার পুলিশ। কী ভাবে মৃত্যু হলো তার তদন্ত করছে পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত