ডিমা হাসাওয়ে উদযাপিত জাতীয় একতা দিবস
হাফলং (অসম), ৩১ অক্টোবর (হি.স.) : সমগ্র দেশের সঙ্গে সংগতি রেখে ডিমা হাসাও জেলায়ও লৌহমানব সর্দার বল্লভভাই প্যাটেলের ১৫০-তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে জাতীয় একতা দিবস উদযাপন করা হয়েছে। ডিমা হাসাও জেলার সাধারণ এবং পুলিশ প্রশাসনের উদ্যোগে হাফলঙে ইউনিটি ফ
হাফলঙে ইউনিটি ফর রান ও পদযাত্রা


হাফলং (অসম), ৩১ অক্টোবর (হি.স.) : সমগ্র দেশের সঙ্গে সংগতি রেখে ডিমা হাসাও জেলায়ও লৌহমানব সর্দার বল্লভভাই প্যাটেলের ১৫০-তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে জাতীয় একতা দিবস উদযাপন করা হয়েছে।

ডিমা হাসাও জেলার সাধারণ এবং পুলিশ প্রশাসনের উদ্যোগে হাফলঙে ইউনিটি ফর রান ও পদযাত্রার আয়োজন করা হয়। উৎসাহ ও দেশপ্রেমের চেতনায় পরিপূর্ণ এই অনুষ্ঠানে পুলিশ কর্মী, ছাত্র, যুব সমাজ এবং সমাজের সকল স্তরের নাগরিক অংশগ্রহণ করেন।

ইউনিটি ফর রান জাতীয় সংহতি, ঐক্য এবং শক্তির আদর্শের প্রতীক, যা সর্দার বল্লভভাই প্যাটেল তাঁর জীবনজুড়ে পালন করেছিলেন। অংশগ্রহণকারীরা এক ভারত, শ্রেষ্ঠ ভারতের বার্তা নিয়ে হাতে হাতে প্ল্যাকার্ড এবং ব্যানার নিয়ে ইউনিটি ফর রান ও পদযাত্রায় শামিল হয়েছেন।

উল্লেখ্য, ডিমা হাসাও জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসন ছাড়াও, ডিমা হাসাও জুড়ে বিভিন্ন সংগঠন এই দিবস উপলক্ষ্যে রান ফর ইউনিটির আয়োজন করেছে।

হিন্দুস্থান সমাচার / বিশাখা দেব




 

 rajesh pande