
আলিপুরদুয়ার, ৩১ অক্টোবর (হি.স.) : আলিপুরদুয়ারের মাদারিহাটে হাতির হামলায় এক মহিলার মৃত্যু হয়েছে। মৃত মহিলার নাম সুখিরাণী দাস (৫৮)। তিনি মাদারিহাটের মেঘনাদ সাহা নগরের বাসিন্দা। এই ঘটনার পর পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। মৃতের স্বামী গোপাল দাস বলেন, বৃহস্পতিবার রাত ৯টা নাগাদ আমার স্ত্রী বাজির শব্দ শুনে ঘর থেকে বেরিয়ে আসেন। তিনি বেরিয়ে আসার সাথে সাথেই হাতিটি তার উপর হামলা করে। আমি শব্দ শুনে বাইরে বেরিয়ে আসি এবং হাতিটি আমার উপরও আক্রমণ করার চেষ্টা করে। আমি প্রাণ বাঁচাতে পালিয়ে যাই।
মাদারিহাটের রেঞ্জার শুভাশীষ রায় বলেন, এটি একটি দুঃখজনক ঘটনা। সরকারি নিয়ম অনুসারে পরিবার ক্ষতিপূরণ পাবে।
হিন্দুস্থান সমাচার / সোনালি