কলা আমাদের আত্মার ভাষা, শিক্ষা জীবনের আলো : মন্ত্রী কিশোর বর্মণ
আগরতলা, ৩১ অক্টোবর (হি.স.) : “কলা হল আমাদের আত্মার ভাষা, আর শিক্ষা হল আমাদের জীবনের আলো”— তিন দিনব্যাপী রাজ্যভিত্তিক কলা উৎসব-এর সমাপ্তি অনুষ্ঠানে এই কথাই বললেন ত্রিপুরার উচ্চশিক্ষা মন্ত্রী কিশোর বর্মণ। রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে শুক্রবার স
কলা উৎসব অনুষ্ঠিত


আগরতলা, ৩১ অক্টোবর (হি.স.) : “কলা হল আমাদের আত্মার ভাষা, আর শিক্ষা হল আমাদের জীবনের আলো”— তিন দিনব্যাপী রাজ্যভিত্তিক কলা উৎসব-এর সমাপ্তি অনুষ্ঠানে এই কথাই বললেন ত্রিপুরার উচ্চশিক্ষা মন্ত্রী কিশোর বর্মণ।

রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে শুক্রবার সমগ্র শিক্ষার উদ্যোগে আয়োজিত এই সমাপ্তি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রী কিশোর বর্মণ। সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা দফতরের বিশেষ সচিব রাভেল হেমেন্দ্র কুমার ও মাধ্যমিক শিক্ষা দফতরের অধিকর্তা এন.সি. শর্মা সহ অন্যান্য বিশিষ্টজনেরা।

মন্ত্রী তাঁর বক্তব্যে বলেন, “কলা মানে শুধু নৃত্য, সংগীত বা অভিনয় নয়, বরং সাহিত্য ও সংস্কৃতির সমন্বিত প্রকাশ। ভারতবর্ষ হল কলার তীর্থভূমি, যেখানে সৌন্দর্য, সাধনা ও সংস্কৃতি একত্রে বিকশিত হয়েছে।” তিনি আরও উল্লেখ করেন যে, ২০১৫ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্যোগে কলা উৎসবের সূচনা হয়েছিল— শিক্ষার্থীদের সৃজনশীলতা, মানবিকতা ও নৈতিক চেতনা বিকাশের উদ্দেশ্যে।

মন্ত্রী বলেন, “প্রধানমন্ত্রী চান, শিক্ষা যেন শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ না থাকে। শিল্প ও সংস্কৃতি শিক্ষাকে পূর্ণতা প্রদান করে, কারণ এগুলিই মানুষের মন ও হৃদয়কে গড়ে তোলে।”

তিন দিনব্যাপী এই উৎসবে রাজ্যের বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করে নৃত্য, সংগীত, নাটক ও অন্যান্য সাংস্কৃতিক উপস্থাপনার মাধ্যমে নিজেদের প্রতিভা প্রদর্শন করে। অনুষ্ঠানের শেষে নির্বাচিত অংশগ্রহণকারীদের হাতে পুরস্কার তুলে দেন উচ্চশিক্ষা মন্ত্রী কিশোর বর্মণ, শিক্ষা দফতরের বিশেষ সচিব রাভেল হেমেন্দ্র কুমার এবং অন্যান্য অতিথিরা।

এই উৎসবের মাধ্যমে রাজ্যের ছাত্র-ছাত্রীদের মধ্যে সাহিত্য ও সংস্কৃতি বিষয়ে নতুন উদ্দীপনা সঞ্চারিত হয়েছে বলে মত প্রকাশ করেন অতিথিরা।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande