উত্তরবঙ্গে বৃষ্টি, বাড়ছে নদীর জলস্তর
শিলিগুড়ি, ৩১ অক্টোবর (হি.স.): পূর্বাভাস মতোই বৃষ্টি চলছে উত্তরবঙ্গ জুড়ে। শিলিগুড়ি-জলপাইগুড়িতে নাগাড়ে তুমুল বৃষ্টি চলছে। বাড়ছে নদীর জলস্তর৷ সতর্কতামূলক পদক্ষেপে বন্ধ হয়েছে অস্থায়ী দুধিয়া সেতুও। বালাসনে জল বাড়ায় হিউম পাইপ দিয়ে তৈরি অস্থায়ী দুধিয়া সেত
উত্তরবঙ্গে বৃষ্টি, বাড়ছে নদীর জলস্তর


শিলিগুড়ি, ৩১ অক্টোবর (হি.স.): পূর্বাভাস মতোই বৃষ্টি চলছে উত্তরবঙ্গ জুড়ে। শিলিগুড়ি-জলপাইগুড়িতে নাগাড়ে তুমুল বৃষ্টি চলছে। বাড়ছে নদীর জলস্তর৷ সতর্কতামূলক পদক্ষেপে বন্ধ হয়েছে অস্থায়ী দুধিয়া সেতুও। বালাসনে জল বাড়ায় হিউম পাইপ দিয়ে তৈরি অস্থায়ী দুধিয়া সেতুতে যান চলাচল শুক্রবার সকালে সাময়িক ভাবে বন্ধ রাখা হয়েছে। জল বেড়েছে তাবাকোশি এলাকাতেও। কয়েকটি পরিবারকে বৃহস্পতিবার রাতেই নিরাপদ জায়গায় সরিয়ে আনা হয়েছে। আগের দুর্যোগে বিচ্ছিন্ন হয়ে পড়া ডুয়ার্সের বামনডাঙা আদর্শ গ্রামের বাসিন্দাদেরও আগেভাগে নিরাপদস্থানে নিয়ে গিয়েছে প্রশাসন।

পাহাড়-সমতলে টানা বৃষ্টি চলায় উত্তরবঙ্গের নদীগুলিতে জলস্তর বাড়তে শুরু করেছে। সব জেলাতেই কন্ট্রোল রুম খুলেছে প্রশাসন-সেচ দফতর। মন্থার প্রভাবে উত্তরবঙ্গে লাল-কমলা সতর্কতা জারি করেছিল আবহাওয়া দফতর।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande