
তেলিয়ামুড়া (ত্রিপুরা), ৩১ অক্টোবর (হি.স.) : খোয়াই জেলার তেলিয়ামুড়া থানাধীন মহারানীপুর বি.এল. রায় ইটভাট্টা সংলগ্ন এলাকায় শুক্রবার দুপুরে এক স্কুল বাস ও ছাগল বোঝাই বলেরো গাড়ির মুখোমুখি সংঘর্ষে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। দুর্ঘটনায় এক স্কুলছাত্রী ও বলেরো গাড়ির চালক আহত হন।
স্থানীয় সূত্রে জানা গেছে, টিআর০১জে২৮১০ নম্বরের স্কুল বাস এবং এমজেড০১ডব্লিউ৯০৭৮ নম্বরের ছাগল বোঝাই বলেরো গাড়ির মুখোমুখি ধাক্কা লাগে। এতে স্কুলছাত্রী অ্যাঞ্জেলিনা দেববর্মা এবং বলেরো চালক পিন্টু সূত্রধর আহত হন।
ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা ছুটে এসে উদ্ধার কাজে সহায়তা করেন এবং দমকল বাহিনীকে খবর দেন। পরে দমকল কর্মীরা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। খবর দেওয়া হয় তেলিয়ামুড়া থানাতেও।
প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে, অতিরিক্ত গতিতে গাড়ি চালানো ও চালকের অসাবধানতাই এই দুর্ঘটনার কারণ। স্থানীয়দের অভিযোগ, এলাকায় সঠিক ট্রাফিক নিয়ন্ত্রণ না থাকায় প্রায়ই এমন দুর্ঘটনা ঘটে থাকে। এই ঘটনাকে কেন্দ্র করে মহারানীপুর এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এবং ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন উঠেছে।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ