
আগরতলা, ৩১ অক্টোবর (হি.স.) : লৌহপুরুষ হিসেবে খ্যাত ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মজয়ন্তী উপলক্ষ্যে একমাসব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। শুক্রবার আগরতলার আইএসবিটি’র সামনে আয়োজিত 'রান ফর ইউনিটি 'কর্মসূচিতে অংশ নিয়ে এই কথা জানান প্রদেশ বিজেপি সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য।
এদিন রাজধানীর চন্দ্রপুর সংলগ্ন আইএসবিটি থেকে শুরু হয় 'রান ফর ইউনিটি' কার্যক্রম। দৌড়টি আশ্রম চৌমুহনীস্থিত শতদল সংঘ পর্যন্ত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়, প্রদেশ বিজেপি সাধারণ সম্পাদক ভগবান চন্দ্র দাস সহ অন্যান্য নেতৃবৃন্দ। শুরুতে সর্দার বল্লভভাই প্যাটেলের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন উপস্থিত অতিথিরা।
প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য বলেন, “দেশের অখণ্ডতা রক্ষায় সর্দার প্যাটেলের অবদান ছিল ঐতিহাসিক। স্বাধীনতার পর তিনি ৫২৫টিরও বেশি রাজন্যশাসিত অঞ্চলকে ভারতের সঙ্গে যুক্ত করেছিলেন। তাই তিনি আমাদের কাছে প্রকৃত লৌহপুরুষ।”
তিনি আরও জানান, ৩১ অক্টোবর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত একমাসব্যাপী রাজ্যজুড়ে সর্দার প্যাটেলের আদর্শ ও চিন্তাধারা তুলে ধরার উদ্দেশ্যে বিভিন্ন কর্মসূচি পালন করা হবে।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ