গুরু রামদাসের জন্মবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা অমিত শাহর
কলকাতা, ৮ অক্টোবর (হি.স.): “শিখ ধর্মের চতুর্থ গুরু গুরু রামদাস জির জন্মবার্ষিকী উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা”। বুধবার এক্স হ্যান্ডলে এই বার্তা দিলেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি লিখেছেন, “গুরু রামদাস জি সাম্য ও সেবার চেতনাকে নতুন
গুরু রামদাসের জন্মবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা অমিত শাহর


কলকাতা, ৮ অক্টোবর (হি.স.): “শিখ ধর্মের চতুর্থ গুরু গুরু রামদাস জির জন্মবার্ষিকী উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা”। বুধবার এক্স হ্যান্ডলে এই বার্তা দিলেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

তিনি লিখেছেন, “গুরু রামদাস জি সাম্য ও সেবার চেতনাকে নতুন উচ্চতায় উন্নীত করেছিলেন। তিনি অমৃতসর প্রতিষ্ঠা করেছিলেন, যা পরবর্তীতে একটি আধ্যাত্মিক নগরীতে পরিণত হয়। ধর্ম, সংস্কৃতি এবং মানবতার প্রতি নিবেদিত তাঁর জীবন এবং দর্শন সকলের জন্য অনুকরণীয়।

---------------

হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত




 

 rajesh pande