কলকাতা, ৮ অক্টোবর (হি.স.): বুধবার কলকাতা-সহ রাজ্যের কিছু অঞ্চলে বৃষ্টি। দক্ষিণবঙ্গে বৃহস্পতিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা রয়েছে। এমনই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
এদিন সকালের দিকে কলকাতার আকাশ পরিষ্কার থাকলেও বেলা বাড়ার সাথে সাথে মেগাচ্ছন্ন হয়। ১২টা নাগাদ বৃষ্টি হয় বিভিন্ন জায়গায়। আবহাওয়া দফতর অবশ্য জানিয়েছে, দক্ষিণবঙ্গে এখনই পিছু ছাড়ছে না বৃষ্টি। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃহস্পতিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। উপকূলবর্তী এলাকাগুলিতেও বৃষ্টি চলবে। শুক্রবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে। শনিবার বৃষ্টির কোনও সম্ভাবনা থাকবে না বলে জানিয়েছে হাওয়া অফিস।
এদিকে, বিপর্যয় কাটিয়ে ছন্দে ফেরার চেষ্টায় উত্তরবঙ্গের জেলাগুলি। উত্তরবঙ্গে আর ভারী বৃষ্টির সতর্কবার্তা নেই। তবে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলতে পারে একাধিক জেলায়।
আগামী দু-তিনদিনের মধ্যে বর্ষা গুজরাটের বাকি অংশ থেকে বিদায় নিতে পারে। মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্রের একটা বড় অংশ থেকেও বর্ষা বিদায়ের উপযুক্ত পরিবেশ তৈরি হয়েছে। এমনই জানিয়েছে হাওয়া অফিস।
---------------
হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত