রায়গঞ্জে বাসের ধাক্কায় বৃদ্ধা-সহ মৃত দুই
রায়গঞ্জ, ১০ নভেম্বর (হি.স.): বেসরকারি বাসের ধাক্কায় এক বৃদ্ধা-সহ দুই মহিলার মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও একজন| সোমবার দুপুর নাগাদ ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ থানার শীতগ্রাম গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত শীতগ্রাম হাই স্কুলের সামনে, ১২ নম্বর জাতীয় সড়কে। পুলি
রায়গঞ্জে বাসের ধাক্কায় বৃদ্ধা-সহ মৃত দুই


রায়গঞ্জ, ১০ নভেম্বর (হি.স.): বেসরকারি বাসের ধাক্কায় এক বৃদ্ধা-সহ দুই মহিলার মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও একজন| সোমবার দুপুর নাগাদ ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ থানার শীতগ্রাম গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত শীতগ্রাম হাই স্কুলের সামনে, ১২ নম্বর জাতীয় সড়কে।

পুলিশ সূত্রে জানা গেছে, মৃত বৃদ্ধার নাম মারিজান খাতুন, তাঁর বয়স প্রায় আশি বছর| আরেকজনের নাম মর্জিনা খাতুন (৪২)। তাঁদের বাড়ি স্থানীয় শিয়ালতোরে। দুর্ঘটনায় জখম হয়েছেন রেজা খাতুন নামে আরেক মহিলা। তিনি মর্জিনার মা।

এই দুর্ঘটনার পরে উত্তেজিত জনতা শিলিগুড়ি থেকে রায়গঞ্জগামী ওই বেসরকারি বাস ও ওই রুটের আরেকটি সরকারি বাসে ভাঙচুর চালায়। জাতীয় সড়ক বেশ কিছুক্ষণ অবরুদ্ধ হয়ে পড়ে। পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। ঘটনার তদন্ত করছে পুলিশ|

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande