
পাথারকান্দি (অসম), ১০ নভেম্বর (হি.স.) : গোটা রাজ্যজুড়ে আজ সোমবার খাদ্য সুরক্ষা আইনের অধীনে ‘অন্ন সেবা দিন’ প্রকল্পের সূচনা করেছেন মুখ্যমন্ত্রী। এই প্রকল্পের অধীনে সরকারি ন্যায্য মূল্যের দোকানের মাধ্যমে ভরতুকি মূল্যে রেশনকার্ডধারীদের মধ্যে মসুর ডাল, চিনি এবং লবণ বণ্টন করা হয়েছে।
আজ সোমবার সকালে কেন্দ্রীয়ভাবে গুয়াহাটিতে অবস্থিত শ্রীমন্ত শংকরদেব কলাক্ষেত্রে শ্রীমন্ত শংকরদেব আন্তৰ্জাতিক মিলনায়তনে মুখ্যমন্ত্ৰী হিমন্তবিশ্ব শৰ্মা জাতীয় খাদ্য সুরক্ষা আইনের অধীনে অনুমোদিত পরিবারদের জন্য এই রেহাই মূল্যে কার্ড প্রতি ১ কেজি পরিমাণ এই পণ্যসামগ্রীগুলো প্রদানের সূচনা করেছেন। মুখ্যমন্ত্রীর কেন্দ্রীয় অনুষ্ঠান সরাসরি লাইভ স্ট্রিমিঙে শ্রীভূমি জেলার অন্তৰ্গত পাথারকান্দি বিধানসভা এলাকার সব সুলভমূল্যের দোকানে দেখানো হয়েছে।
পাথারকান্দি বিধানসভা এলাকার সুলভ মূল্যের দোকানগুলিতে বিজেপির স্থানীয় পদাধিকারীরা এই প্রকল্পের শুভারম্ভ করেন। লোয়াইরপোয়া জেলা পরিষদ সদস্য স্বপন দাস এদিন লোয়াইরপোয়া সমবায় সমিতির অধীনস্থ লোয়াইরপোয়া গ্ৰাম পঞ্চায়েত (জিপি)-এর বসন্ত সিংহের রেশন দোকানে প্ৰদান অতিথি হিসেবে উপস্থিত থেকে গ্রাহকদের হাতে ডাল, চিনি ও লবণের প্যাকেট তুলে দিয়েছেন।
সেখানে এক সংক্ষিপ্ত পরিসরে সভার আয়োজন করা হয়। এতে উপস্থিত জেলা পরিষদ সদস্য কেন্দ্রীয় ও রাজ্য সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের ওপর বক্তব্য পেশ করেছেন। পাশাপাশি তিনি ডাবল ইঞ্জিন সরকারের গুণগান করে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা ও এলাকার বিধায়ক তথা মন্ত্রী কৃষ্ণেন্দু পালের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। উপস্থিত গ্রাহক-জনতাও হাতে রেশন সামগ্রী নিয়ে মুখ্যমন্ত্রী সহ স্থানীয় বিধায়ক-মন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন।
হিন্দুস্থান সমাচার / মনোজিৎ দাস