রাজনীতি বোঝেন না অসম কংগ্রেসের সভাপতি, ছেলেমানুষি খেলায় ব্যস্ত, বলেছেন মুখ্যমন্ত্ৰী হিমন্তবিশ্ব
গুয়াহাটি, ১০ নভেম্বর (হি.স.) : অসম প্রদেশ কংগ্রেস সভাপতি রাজনীতি বোঝেন না, ছেলেমানুষি খেলায় ব্যস্ত তিনি, নাম না ধরে গৌরব গগৈকে তাচ্ছিল্য মুখ্যমন্ত্ৰী হিমন্তবিশ্ব শর্মার। আজ সোমবার ‘জাতীয় খাদ্য নিরাপত্তা আইন’ (এনএফএসএ)-এর অধীনে ‘অন্ন সেবা দিন’-এর
সাংবাদিকদের সঙ্গে বার্তালাপ মুখ্যমন্ত্ৰী হিমন্তবিশ্ব শর্মার


গুয়াহাটি, ১০ নভেম্বর (হি.স.) : অসম প্রদেশ কংগ্রেস সভাপতি রাজনীতি বোঝেন না, ছেলেমানুষি খেলায় ব্যস্ত তিনি, নাম না ধরে গৌরব গগৈকে তাচ্ছিল্য মুখ্যমন্ত্ৰী হিমন্তবিশ্ব শর্মার।

আজ সোমবার ‘জাতীয় খাদ্য নিরাপত্তা আইন’ (এনএফএসএ)-এর অধীনে ‘অন্ন সেবা দিন’-এর উদ্বোধনী অনুষ্ঠান শেষে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে বার্তালাপ করছিলেন মুখ্যমন্ত্ৰী হিমন্তবিশ্ব শর্মা। ‘প্রতি মাসের ১০ তারিখ নতুন নতুন সমর্থক দলে যোগ দিচ্ছেন’ বলে কংগ্রেসের দাবি সম্পর্কে জিজ্ঞাসা করলে নাম না ধরে অসম প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈকে ঠুকেছেন ড. শর্মা। তিনি এই দাবিকে একটি ফাঁপা, অন্তঃসারশূন্য, বালখিল্যপনা বলে উড়িয়ে দিয়েছেন।

হিমন্তবিশ্ব বলেন, ‘একে যোগদান বলে না। কেউ যদি কোনও দলে যোগদান করেন, তা-হলে অবশ্যই তাঁর সঙ্গে একজন নেতার নাম যুক্ত থাকতে হবে। এখানকার কংগ্রেস সভাপতি রাজনীতি বোঝেন না। যা বলছেন তা নিছক ছেলেখেলা। তাঁর এই দাবি শুনে মানুষ হাসছেন।’ মুখ্যমন্ত্রী বলেন, অসম কংগ্রেস সভাপতি রাজনীতির অ-আ-ক-খ বোঝেন না। দলকে কীভাবে চলাতে হয় তা-তো নয়-ই, তিনি রাজনীতিই বোঝেন না, শিশুদের মতো খেলা খেলছেন।

মুখ্যমন্ত্রী ড. শর্মা কংগ্রেসের দৃষ্টিভঙ্গির সাথে বিজেপি সরকারের ‘সুশাসন ও কার্য সম্পাদনের প্রতি অঙ্গীকার’-এর তুলনা করেছেন। বলেন, ‘তাঁরা যখন আবোল-তাবোল, বিভ্ৰান্তিকর প্রচারণায় ব্যস্ত, আমরা তখন কল্যাণ ও উন্নয়নের মাধ্যমে মানুষের দৈনন্দিন জীবনকে উন্নত করতে ব্যস্ত।’

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande