
মালদা, ১০ নভেম্বর (হি.স.): জমি কেনার পর ১৫ লক্ষ টাকা তোলা না দেওয়ায় পুরাতন মালদা অঞ্চলে বিজেপি বুথ সভাপতির বাড়িতে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ। অভিযোগ করা হচ্ছে যে কংগ্রেস-সমর্থিত দুষ্কৃতীরা এই হামলা চালিয়েছে। বাড়ি ভাঙচুর করা হয়েছে, যার ফলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
পুরাতন মালদার মুছিয়া গ্রাম পঞ্চায়েতের মহাদেবপুর এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ তদন্ত শুরু করেছে, ওই বিজেপি নেতার পরিবারের লোকজন আতঙ্কিত।
খবর অনুযায়ী, বিজেপি বুথ সভাপতি শঙ্কর চৌধুরী কয়েকদিন আগে কিছুটা জমি কিনেছিলেন। সোমবার সকালে জমি মাপার কাজ চলছিল। সেই সময় কংগ্রেস-সমর্থিত কিছু ব্যক্তি এসে জমি কেনার জন্য ১৫ লক্ষ টাকা দাবি করে। শঙ্কর চৌধুরী টাকা দিতে অস্বীকার করলে, গুন্ডারা তাঁর বড় ভাইয়ের বাড়িতে হামলা চালায় এবং পরে বিজেপি নেতার বাড়িতেও ভাঙচুর ও হেনস্থা করে।
হামলায় পরিবারের বেশ কয়েকজন সদস্য আহত হয়েছেন বলে অভিযোগ। ৭৬ বছর বয়সী এক বৃদ্ধকেও রেহাই দেওয়া হয়নি। অভিযোগ করা হচ্ছে যে হামলাকারীরা বাড়িতে লাগানো সিসিটিভি ক্যামেরাও ভেঙে ফেলেছে। ঘটনার ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যদিও এর সত্যতা সম্বন্ধে এখনও নিশ্চিত হওয়া যায়নি। পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
বিজেপি বুথ সভাপতির ভাই সুদাম চৌধুরী বলেছেন, আমরা ভয়ের পরিবেশে বাস করছি। আমরা ঘর থেকে বের হতেও ভয় পাচ্ছি।
এদিকে, কংগ্রেস সমস্ত অভিযোগ অস্বীকার করেছে। মালদা বিধানসভার প্রাক্তন কংগ্রেস বিধায়ক ভূপেন্দ্রনাথ হালদার বলেন, এই আক্রমণ নিন্দনীয়, কিন্তু এতে কংগ্রেসের কোনও ভূমিকা নেই। যাদের কংগ্রেস কর্মী হিসেবে বলা হচ্ছে তারা আসলে বিজেপির সদস্য।
হিন্দুস্থান সমাচার / সোনালি