রোহিঙ্গা প্রসঙ্গে দায় কেন্দ্রের ওপর বর্তালেন মুখ্যমন্ত্রী
শিলিগুড়ি, ১০ নভেম্বর (হি.স.): এসআইআর ঘোষণার পর নিউ টাউনের কয়েকটি বস্তি খালি হচ্ছে, যেখানে রোহিঙ্গারা থাকত বলে অভিযোগ। বিজেপি ইতিমধ্যে বিষয়টি নিয়ে সরব হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার প্রশ্ন তোলেন, “রোহিঙ্গারা এল কোথা থেকে? সীমান্ত ক
মমতা বন্দ্যোপাধ্যায়


শিলিগুড়ি, ১০ নভেম্বর (হি.স.): এসআইআর ঘোষণার পর নিউ টাউনের কয়েকটি বস্তি খালি হচ্ছে, যেখানে রোহিঙ্গারা থাকত বলে অভিযোগ। বিজেপি ইতিমধ্যে বিষয়টি নিয়ে সরব হয়েছে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার প্রশ্ন তোলেন, “রোহিঙ্গারা এল কোথা থেকে? সীমান্ত কার দায়িত্বে?” তিনি প্রশ্ন ছুঁড়ে দেন, বিজেপিকে 'দু-মুখো সাপ' বলে কটাক্ষ করে বলেন, “একবার বলছে ২০০২ সালের লিস্ট, আবার বলছে ২০২৪ সালের নভেম্বর পর্যন্ত যারা এসেছে, তাদের বাদ দেওয়া হবে না।”

সীমান্তবর্তী এলাকায় বিএসএফ ও বিজেপির ভূমিকা নিয়ে উদ্বেগ প্রকাশ করে মুখ্যমন্ত্রীর অভিযোগ— “বিএসএফ আর বিজেপি একসঙ্গে শিবির করে ২০২৪ সালের লোকেদের নাম তুলছে।”

কেন্দ্রকে বিঁধে তোপ দেগে মুখ্যমন্ত্রী বলেন, “বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। মানুষের হৃদয় কাঁদছে, আর বিজেপি হাসছে। কিন্তু জেনুইন ভোটারের নাম বাদ গেলে ছেড়ে কথা বলব না। যত আঘাত করবে, তত প্রত্যাঘাত হবেই।” মুখ্যমন্ত্রীর এই বক্তব্য ফের আলোড়ন তৈরি হয়েছে রাজ্যের রাজনৈতিক মহলে। (১৩৭ শব্দ)

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande