এসআইআর স্থগিত করার দাবি মুখ্যমন্ত্রীর
শিলিগুড়ি, ১০ নভেম্বর (হি.স.) :“আমার মনে হয় এসআইআর স্টে করা উচিত। কোটি কোটি মানুষ এখনও ফর্মই পায়নি।” উত্তরবঙ্গের প্রশাসনিক বৈঠকের মঞ্চ থেকেই ফের কেন্দ্র ও নির্বাচন কমিশনকে কঠোর ভাষায় আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নোটবন্দি প্রসঙ্গ
মমতা বন্দ্যোপাধ্যায়


শিলিগুড়ি, ১০ নভেম্বর (হি.স.) :“আমার মনে হয় এসআইআর স্টে করা উচিত। কোটি কোটি মানুষ এখনও ফর্মই পায়নি।” উত্তরবঙ্গের প্রশাসনিক বৈঠকের মঞ্চ থেকেই ফের কেন্দ্র ও নির্বাচন কমিশনকে কঠোর ভাষায় আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

নোটবন্দি প্রসঙ্গ টেনে তীব্র কটাক্ষের সুরে বললেন, “নোটবন্দির মতো এসআইআরও গায়ের জোরে পগার পার করবে ভাবছে। কিন্তু পগার পার ওদের হতে হবে। বাংলার মানুষ ক্ষমা করবে না।”

তারপরই নাটকীয় ভঙ্গিতে সোজাসুজি নির্বাচন কমিশনের সিইও-র উদ্দেশে মন্তব্য— “হ্যালো স্যার, ক্যান ইউ হিয়ার মি?” কিছুক্ষণ বিরতির পর যোগ করলেন, :“আমার মনে হয় এসআইআর স্টে করা উচিত”।

মুখ্যমন্ত্রীর বক্তব্য, ফেব্রুয়ারিতে নির্বাচন ঘোষণার সম্ভাবনা। তার আগে এত কম সময়ের মধ্যে বাড়ি বাড়ি গিয়ে আবেদনপত্র বিলি, পূরণের পর সংগ্রহ ও খতিয়ে দেখা— বাস্তবে অসম্ভব।

তাঁর অভিযোগ, “এই তিন মাস যাতে রাজ্য কোনও কাজ করতে না পারে, তাই সুপার এমার্জেন্সির মতো অবস্থা তৈরি করে অফিসারদের আটকে রেখেছে। শিক্ষকদের স্কুল করতে হচ্ছে, আবার বিএলও-দের দায়িত্বও সামলাতে হচ্ছে। ২ ঘণ্টায় কত বাড়ি যেতে পারবে?”

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande