
শিলিগুড়ি, ১০ নভেম্বর (হি.স.): ভারত সরকারকে 'দালালদের সরকার' বলে কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সোমবার উত্তরকন্যায় সাংবাদিক বৈঠকে তিনি বলেন, “প্রতিরক্ষা আর সীমান্ত ছাড়া রাজ্যে কেন্থ্রীয় সরকারের আর কোনও কাজ নেই। আমাদের টাকা ধ্বংস করবে, আবার আমাদেরই অপপ্রচার চালাবে। সমস্তটাই লুট, আর বলছে ঝুট।”
আবাস যোজনা থেকে বন্যা ত্রাণ, কোনও ক্ষেত্রেই রাজ্য কেন্দ্রের কাছ থেকে ন্যূনতম ক্ষতিপূরণও পায় না বলে এদিন ফের ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ২০২১ সালের পর থেকে বাংলায় কেন্দ্রীয় প্রকল্পের টাকা আটকে রেখেছে কেন্দ্র। এমনকি আমাদের হকের করের টাকাও দেয় না।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত