কোচবিহার রাসমেলায় হকার উচ্ছেদের অভিযোগ, উত্তেজনা
কোচবিহার, ১০ নভেম্বর (হি.স.): কোচবিহার রাসমেলায় হকার উচ্ছেদের অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে। সোমবার দুপুরে হকারেরা প্রতিবাদ আন্দোলনে শামিল হন। হকারদের দাবি, তাঁরা নিয়মিত ভাবে পুরসভাকে রাজস্ব দিলেও মেলায় তাঁদের বসতে দেওয়া হচ্ছে না। পুলিশ দিয়
কোচবিহার রাসমেলায় হকার উচ্ছেদের অভিযোগ, উত্তেজনা


কোচবিহার, ১০ নভেম্বর (হি.স.): কোচবিহার রাসমেলায় হকার উচ্ছেদের অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে। সোমবার দুপুরে হকারেরা প্রতিবাদ আন্দোলনে শামিল হন। হকারদের দাবি, তাঁরা নিয়মিত ভাবে পুরসভাকে রাজস্ব দিলেও মেলায় তাঁদের বসতে দেওয়া হচ্ছে না। পুলিশ দিয়ে তাঁদের তুলে দেওয়া হচ্ছে। কখনও দমকলের জল দিয়ে তাঁদের বসার জায়গা ভিজিয়ে দেওয়া হচ্ছে। ফলে, তাঁদের পণ্যসামগ্রী নষ্ট হচ্ছে।

যদিও পুরসভা ও প্রশাসনের দাবি, ওই হকারেরা রাস্তার মাঝখানে বসে পড়ছে। ফলে, যাতায়াতে সমস্যা তৈরি হচ্ছে। সে কারণেই তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

উল্লেখ্য, কোচবিহারের মহারাজাদের আমলে ১৮৮৯ সালে মদনমোহন মন্দির প্রতিষ্ঠা হয়েছিল। সেই সময় থেকেই কোচবিহারের মদনমোহন মন্দিরে রাস উৎসব হয়ে আসছে। আগে মহারাজারাই রাসচক্র ঘোরাতেন। এখন কোচবিহারের জেলাশাসক হয়ে যিনি আসেন তিনি রাসচক্র ঘোরান। মদনমোহনের এই রাস উৎসবকে কেন্দ্র করেই কোচবিহারের ঐতিহ্যবাহী রাসমেলা প্রতিবছর হয়।

আগামী ১৯ নভেম্বর পর্যন্ত মদনমোহন মন্দিরে রাস উৎসব চলবে বলে জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে। মেলা মাঠে এবং সংলগ্ন রাস্তায় কয়েক হাজার ব্যবসায়ী পসরা সাজিয়ে বসেন। জমে ওঠে অন্যতম প্রচীন কোচবিহারের এই ঐতিহ্যবাহী রাসমেলা।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande