তাহেরপুরে বৃদ্ধের মৃত্যু, এসআইআর সংক্রান্ত অভিযোগ পরিবারের
রানাঘাট, ১০ নভেম্বর (হি.স.): নদীয়ার তাহেরপুরে মৃত্যু হল এক বৃদ্ধের। মৃতের নাম শ্যামল সাহা (৭২)। তিনি নদীয়ার তাহেরপুর থানার অন্তর্গত কৃষ্ণপুর চকমণ্ডল পাড়ার বাসিন্দা। পরিবারের দাবি, এসআইআর ঘোষণা হওয়ার পর থেকেই আতঙ্কে মানসিক অবসাদে চলে যান শ্যামলবাব
তাহেরপুরে বৃদ্ধের মৃত্যু, এসআইআর সংক্রান্ত অভিযোগ পরিবারের


রানাঘাট, ১০ নভেম্বর (হি.স.): নদীয়ার তাহেরপুরে মৃত্যু হল এক বৃদ্ধের। মৃতের নাম শ্যামল সাহা (৭২)। তিনি নদীয়ার তাহেরপুর থানার অন্তর্গত কৃষ্ণপুর চকমণ্ডল পাড়ার বাসিন্দা। পরিবারের দাবি, এসআইআর ঘোষণা হওয়ার পর থেকেই আতঙ্কে মানসিক অবসাদে চলে যান শ্যামলবাবু। গভীর চিন্তা করছিলেন । আর তাতেই মৃত্যু হয়েছে বলে অভিযোগ পরিবারের।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এসআইআর ঘোষণার পর থেকেই মানসিকভাবে ভেঙে পড়েন ওই বৃদ্ধ। প্রায়শই প্রতিবেশীদের কাছে আত্মহননের কথা বলতেন তিনি। দীর্ঘদিন ধরেই তিনি শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন। সেই কারণেই প্রায় প্রতিটি সপ্তাহে হাসপাতালে চিকিৎসা করাতে যেতে হত তাঁকে। কিন্তু এসআইআর সংক্রান্ত আতঙ্কে মানসিক চাপ আরও বেড়ে যায় বলে অভিযোগ। সোমবার বাড়িতেই তাঁর মৃত্যু হয়। তবে তাঁর কীভাবে মৃত্যু হল, সেই বিষয়ে এখনও চূড়ান্তভাবে কিছু জানা যায়নি।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌমিতা




 

 rajesh pande