
পশ্চিম মেদিনীপুর, ১০ নভেম্বর (হি.স.): বাড়ির গ্যারাজের ভিতরে থাকা গাড়িতে হঠাৎ আগুন। আর তা থেকে চাঞ্চল্য ছড়ালো এলাকায়। রবিবার রাতে পশ্চিম মেদিনীপুরের বেলদায় ঘটনাটি ঘটে।
স্থানীয়রা ওই এলাকার একটি বাড়ির গ্যারাজের ভিতর থেকে ধোঁয়া বেরোতে দেখেন। ঘটনাস্থলে পৌঁছে তাঁরা দেখেন গ্যারাজে থাকা একটি গাড়ি দাউ দাউ করে জ্বলছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বেলদা থানার পুলিশ। তবে দমকল পৌঁছনোর আগেই স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আসে। গোটা বিষয়টি খতিয়ে দেখছে বেলদা থানার পুলিশ।
পুলিশ সূত্রে খবর, রবিবার রাতে বেলদার ছোটমাতকাতপুর এলাকার বাসিন্দা কানু দে-র বাড়ির গ্যারাজে থাকা ওই গাড়িতে আগুন লেগে যায়। জানা গিয়েছে, গাড়িটি সম্পূর্ণ আগুনে পুড়ে গিয়েছে। ওই গ্যারাজের পাশেই ছিল একটি শাড়ির গোডাউন। তাড়াতাড়ি আগুন নিয়ন্ত্রণে না এলে আরও বড় বিপদ হতে পারত বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা। কিন্তু কী ভাবে ওই গাড়িতে আগুন লাগল তা এখনও জানা যায়নি।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ