
নয়াদিল্লি, ১০ নভেম্বর (হি.স.): ভারত-শ্রীলঙ্কা যৌথ সামরিক মহড়ার একাদশতম পর্ব “মিত্র শক্তি ২০২৫” সোমবার শুরু হল কর্ণাটকের বেলাগাভীর ফরেন ট্রেনিং নোড – এ। চলবে ২৩ নভেম্বর ২০২৫ পর্যন্ত।
এই মহড়ায় অংশগ্রহণকারী ১৭০ জন ভারতীয় সেনাকর্মীর অধিকাংশই রাজপুর রেজিমেন্টের। শ্রীলঙ্কার ১৩৫ জন সেনাকর্মীর বেশিরভাগই গাজাবা রেজিমেন্টের। ভারতের ২০ জন এবং শ্রীলঙ্কার ১০ জন বায়ুসেনাও এতে অংশ নিচ্ছেন।
এই মহড়ার লক্ষ্য হল রাষ্ট্রসংঘের বিধির আওতায় নিরাপত্তা সংক্রান্ত মহড়ায় প্রস্তুত হয়ে ওঠা। এর মধ্যে সন্ত্রাসবাদের মোকাবিলার বিষয়টিও এসে পড়ে। যোগাভ্যাসের অনুশীলনও হবে এই মহড়ায়।
মিত্র শক্তি ২০২৫-এ ড্রোন এবং চালকবিহীন আকাশযানও ব্যবহার করা হবে। রাষ্ট্রসংঘের শান্তি রক্ষা অভিযানের আওতায় সমন্বয় রক্ষা করে কাজ করার বিষয়টিও এখানে অগ্রাধিকারপ্রাপ্ত।
মহড়ায় পারস্পরিক আদান – প্রদান সামগ্রিকভাবে দুই প্রতিবেশী রাষ্ট্রের সম্পর্ককে আরও প্রসারিত করবে অবশ্যই।
এই বিষয়ে জানিয়েছে ভারত সরকারের প্রেস ইনফরমেশন ব্যুরো (পিআইবি)|
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ