
শিলিগুড়ি, ১০ নভেম্বর, (হি.স.): উত্তরকন্যার প্রশাসনিক বৈঠক থেকে ফের কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের অর্থনৈতিক স্বার্থে জিএসটি পুনর্বণ্টনের দাবি তুলে তিনি বলেন, “এখন সময় এসেছে রাজ্যের টাকা রাজ্যকে ফেরত দেওয়ার।”
উত্তরের প্রশাসনিক বৈঠক থেকে জিএসটি নিয়ে বড় দাবি তুললেন মুখ্যমন্ত্রী বলেন, এভাবে রাজ্যের হকের টাকা কেড়ে নিতে দেব না। জিএসটির টাকা রাজ্যকে ফেরৎ দিতে হবে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে এদিন তিনি খোলামেলা স্বীকার করে নেন, “কেন্দ্র যখন জিএসটি-র কথা বলেছিল তখন আমরাই প্রথম করতে বলেছিলাম। এটা আমাদের বড় ভুল ছিল! কারণ, অন্য রাজ্যকে টাকা দিচ্ছে আর বাংলায় রাজ্যের অংশের টাকা না দিয়ে সব নিয়ে চলে যাচ্ছে। আমি মনে করি রাজ্যের কর রাজ্যকে ফেরত দেওয়া উচিত।”
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত